তখনো দিনের আলো ফোটেনি। চারপাশে আবছা অন্ধকার। সে সময় থেকেই টিকিটের জন্য লাইনে দাড়িয়েছেন মেহদী, লুৎফর, সাঈদ ও তার কয়েক বন্ধু। তাদের মত শত শত তরুন, যুবক ও মাঝ বয়সী ক্রিকেটপাগল মানুষ মহানগরীর খানজাহান আলী রোডে অবস্থিত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সামনে লাইনে দাড়িয়েছেন সেই কাক ডাকা ভোর থেকে। উদ্দেশ্য একটাই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচের সাক্ষী হওয়া। মাঠে বসে খেলা দেখা। বেলা সাড়ে ১১টার সময় রূপসা থেকে টিকিট কিনতে আসা নওশের আলী বলেন, ফজরের আজানের পর টিকিট কিনতে লাইনে দাড়িয়েছি। এখনও টিকিট কাউন্টার পর্যনত্ম পৌঁছাতে পারিনি। অপেৰা করছি। টিকিট নিয়েই বাড়ি ফিরবো। কলেজ ছাত্রী মিতা হক বলেন, যে করেই হোক টিকিট নিতে হবে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ বলে কথা। কোনভাবেই তা মিস করা যাবে না। খুলনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) খানজাহান আলী ও কেডি ঘোষ রোডস্থ শাখায় সোমবার সকাল থেকে শুরু হয়েছে ডান কেক টেস্ট ক্রিকেট সিরিজের ১ম টেস্টের টিকিট বিক্রি। টিকিট সংগ্রহের দীর্ঘ লাইনে ঠেলাঠেলি-চিৎকার তবু ক্লান্তি নেই এতটুকু। সরেজমিন দেখা যায়, ইউসিবি ব্যাংকের খানজাহান আলী শাখায় মূল সিড়ির একাংশে বাঁশ দিয়ে আলাদা করে প্রবেশের পথ থাকলেও টিকিট নিয়ে বের হওয়ার পথ না থাকায় দেখা দেয় বিপত্তি। এখানে ভীড়ের মধ্যে নারী ও পুরুষের আলাদা লাইন না থাকায় নাজেহাল হতে হয় অনেক নারী ক্রিকেটপ্রেমীকে।