ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র চলমান অষ্টম আসরের জন্য রেকর্ড ১৬ কোটি রুপি দিয়ে যুবরাজ সিংকে কিনেছে দিল্লী ডেয়ারডেভিলস। যাকে কিনা একাদশ বিশ্বকাপের জন্য ভারত তাদের স্কোয়াডে নেয়নি তাকে এত দাম দিয়ে কেনায় শুরুতেই বিতর্ক হয়েছিল। অাইপিএলে এখন পর্যন্ত যুবরাজ নিজেকে মেলে না ধরতে পারায় এবার বোধোয় সেই বিতর্ক আরো জোরালো হলো।
টুর্নামেন্টের চলতি আসরে ৭ ম্যাচে যুবরাজ করেছেন মাত্র ১২৪ রান। এ হিসাবে প্রতি রানের জন্য যুবরাজের পিছনে দলটিকে খরচ করতে হয়েছে ৬.৪৫ লক্ষ টাকা!
এদিকে, রেকর্ড রানে ক্রয় হওয়া সত্ত্বেও অাইপিএলের চলতি আসরে রান না পাওয়ায় সমালোচনার অবশ্য প্রতিক্রিয়াও জানিয়েছেন যুবরাজ। এত দামে কিনতে কাউকে তিনি বলেননি বলে নিজের অভিমান ব্যক্ত করেন যুবরাজ।
দেখা যাক, শেষ পর্যন্ত টুর্নামেন্টে দলের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে রান পেয়ে সমালোচকদের জবাব দিতে সক্ষম হন কিনা একদা মাঠে ঝড় তোলা যুবরাজ।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ২০১৫/শরীফ