পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ খুলনায় প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৬ রান করেছে বাংলাদেশ। দিনের একেবারে শেষ ওভারে ব্যক্তিগত ৮০ রানে আউট হন মুমিনুল ইসলাম। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০৮ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ৮ম অর্ধশতক তুলে নেন তিনি।
এর আগে আজ মঙ্গলবার সকালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। দিন শেষে ১৯ রান নিয়ে ক্রিজে ছিলেন সাকিব আল হাসান। পাকিস্তানের হয়ে ওয়াহাব, হাফিজ, বাবর ও ইয়াসির ১টি করে উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/শরীফ