ব্যস্ততার কারণে খুব একটা খেলা দেখা হয় না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে ম্যাচগুলো তিনি কম-বেশি দেখেছেন। আর খেলা দেখে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত হয়ে গেছেন শক্তিধর দেশটির প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র ভালো করেই জানে পাকিস্তানের কাছ থেকে রক্ত ও লাখো জীবনের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। তাই এ ক্রিকেট যুদ্ধটা আগ্রহ নিয়েই দেখেন ওবামা।
জানা গেছে, শুরু থেকে ম্যাচ দেখেননি মার্কিন প্রেসিডেন্ট। তার সঙ্গের কেউ একজন তাকে জানান, ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে গর্জে উঠেছে বাংলাদেশ। তখনই বসে পড়েন টিভি সেটের সামনে। দেখেন তামিম ইকবালের ঝড়ো ব্যাটিং। খেলা দেখে তিনি বাংলাদেশ দলের ভূয়সী প্রসংশা করেন।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের একজন নতুন ভক্ত ওবামা। একটি ছবিতে দেখা যায় তামিমের সেঞ্চুরি উদযাপন দেখে টিভির দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন ওবামা।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ