বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০তে হারে পাকিস্তান। ওয়ানডেতে না থাকলেও টি-২০ দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। দল বাজেভাবে হারায় সমালোচিত আফ্রিদিও। অনেক সাবেক ক্রিকেটার তাকে দলের বোঝা বলে মন্তব্যও করেন। এটি বুঝতে মোটেও সমস্য হয়নি ‘বুম বুম’ খ্যাত এই ক্রিকেটারেরও।
তবে দলে বোঝা হয়ে থাকতে একদমই রাজি নন বিভিন্ন দেশে টি-২০ খেলে বেড়ানো পাকিস্তানের এ তারকা অলরাউন্ডার। তাই দল চাইলে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন ‘অভিমানী’ আফ্রিদি।
সম্প্রতি পাকিস্তানি সংবাদ মাধ্যম ''দ্য এক্সপ্রেস ট্রিবিউন''কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘দলের বর্তমান অবস্থার জন্য সিনিয়র ক্রিকেটাররা দায়ী। দলের এই বাজে অবস্থার মধ্যে আমি বেশি বেশি জয় কামনা করতে পারি না। আমি চাই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। আর যদি মনে হয় আমি দলের বোঝা হয়ে দাঁড়িয়েছি, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমি অবসর নিয়ে নেব।’
এরআগে, ২০১০ সালে টেস্ট ২০১৫ সালে ওয়ানডে থেকে অবসর নেন আফ্রিদি। প্রসঙ্গত, আফ্রিদি পাকিস্তানের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৭৮টি। ব্যাট হাতে ১৮.৯১ গড়ে রান করেছেন ১১৫৪ রান। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৮১ উইকেট। ইকোনমি রেট ৬.৫০।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৫/মাহবুব