বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব সামনে রেখে ডাচ কোচ লোডডিক ক্রুইফ এবং জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলারের ঢাকা আসার কথা ছিল সোমবার। বাফুফে বিষয়টি নিশ্চিতও করেছিল। কিন্তু তারপরেও তাদের আগমন পিছিয়ে যায় প্রায় ২৪ ঘণ্টা।
গতকাল সকালে দুই জনের একসঙ্গে আসার কথা থাকলেও এসেছেন জার্মান গোলরক্ষক কোচ শোয়েচলার। ক্রুইফের আগমন আবারও পিছিয়ে গেছে।
তবে আজ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ঢাকায় পা রাখবেন বলে নিজেই নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, 'আমি এখন ইস্তাম্বুলের পথে। বুধবার ভোরে ঢাকা পৌঁছাব'।