মার্টিন ওডেগার্ড। ১৬ বছরের নরওয়েজিয়ান তরুণ। তার খেলা এতটাই মুঙ্কর যে রিয়াল মাদ্রিদের মতো দল তাকে দলে নিয়ে এসেছে অনেক চেষ্টা-তদবিরের পর। গত জানুয়ারিতে সান্তিয়াগো বার্নাব্যূতে এসেছেন মার্টিন। ফেব্রুয়ারিতে রিজার্ভ টিমের হয়ে অভিষিক্ত হলেও এখনো রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামেননি ১৬ বছরের এ তরুণ। তবে আজ তার অভিষেক হতে পারে। সান্তিয়াগো বার্নাব্যূতে আজ আলমেরিয়ার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সহজ বলেই সম্ভবত কার্লো আনসেলত্তি মার্টিন ওডেগার্ডের একটা পরীক্ষা নিতে চাচ্ছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই দিলেন এ ইতালিয়ান কোচ। তিনি বলেন, 'ওডেগার্ড, মেয়োরাল এবং লরেন্ট দলে আছে। এদের মধ্যে দুজন বেঞ্চ থেকে শুরু করবে।' এর অর্থ একজন অন্তত প্রথম একাদশে থাকছে। সেই একজন হতে পারেন মার্টিন ওডেগার্ড। যদি তাই হয় তবে প্রায় ২০ বছরের পুরনো রেকর্ডটা ভাঙ্গতে চলেছেন এ নরওয়েজিয়ান। ১৯৯৫ সালে ১৭ বছর ১১৪ দিন বয়সে রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন স্প্যানিশ ফুটবলার আলবার্তো রিভেরা। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে খেলেছিলেন তিনি।