বার্সেলোনা ওপেনে দিন কয়েক আগে ট্রফি জিতেছেন জাপানি তারকা নিশিকুরি। তাছাড়া গত কয়েক মাসে অসাধারণ টেনিস খেলছেন এ তারকা। র্যাঙ্কিংয়েও উঠে এসেছেন উপরের দিকে। পুরুষ এককে পাঁচ নম্বরে অবস্থান করছেন তিনি। গত কয়েক সপ্তাহে দারুণ পারফরম্যান্স করার পর নিশিকুরির সাবেক কোচ সুজো মাতসুকা বলছেন, নিশিকুরি বিশ্বসেরা তারকা। একদিন তিনি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবেন। এমনকি তার মতে এরই মধ্যে নিশিকুরি শীর্ষ তারকা নোভাক জকোভিচের চেয়ে ভালো টেনিস খেলছেন। মাতসুকা বলেন, 'যেকোনো বলে খুব জোরে আঘাত করে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার দারুণ ক্ষমতা আছে তার।' গত বছরের তুলনায় চলতি বছরে নিশিকুরি অনেক ভালো টেনিস খেলছেন বলে মনে করেন তার সাবেক এ কোচ। সামনেই রয়েছে ফ্রেঞ্চ ওপেন। বছরের দ্বিতীয় এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের জন্যই প্রস্তুত হচ্ছেন জাপানি তারকা নিশিকুরি।