টার্গেট চার
পাঁচ ম্যাচে ঢাকা মোহামেডান ছয় পয়েন্ট নষ্ট করেছে। যে দল তাতে সামনেও হোঁচট খাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এবারও ঐতিহ্যবাহী দল লিগে চ্যাম্পিয়ন হচ্ছে না তা এখুনি নিশ্চিত বলা যায়। তবে দলের একজন কর্মকর্তা বললেন, শিরোপার প্রশ্ন উঠবে কেন? আমরাতো সে মানের দল গড়িনি। তরুণদের নিয়ে লিগে আমাদের লক্ষ্য লিগে চার নম্বরে থাকা। আশা রাখি ছেলেরা যেভাবে খেলছে এ টার্গেট মিস হবে না।
বাফুফের অপেক্ষা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল সিটি করপোরেশনে নির্বাচনে ঢাকা উত্তর থেকে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বাফুফে ভবনে কোনো কর্মকর্তাদের দেখা মেলেনি। কিন্তু কর্মচারীরা সকাল থেকে অপেক্ষায় ছিলেন তাবিথের ফলাফল নিয়ে। একজন কর্মকর্তা বললেন, সহ-সভাপতি স্যার নির্বাচন করছেন। স্বাভাবিকভাবে আমরা অপেক্ষায় রয়েছি। আসলে যে দলের সমর্থন করি না কেন, বাফুফের লোক বলে নির্বাচনকে ঘিরে টেনশনও কাজ করছে আমাদের ভিতর।
দারুণ দিন
সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে ঢাকাবাসী ছুটিটা দারুণভাবে উপভোগ করলেন। ভোট দিয়ে বাসায় ফিরে অনেকে খুলনায় অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ টিভিতে উপভোগ করেছেন। ধানমন্ডিতে বসবাসরত জুনায়েদ আহমেদ নামে এক ব্যবসায়ী জানালেন, ছুটিতো অনেক আসে। কিন্তু একই দিনে ভোট ও ক্রিকেট ম্যাচ এমন দিন খুবই কম এসেছে।
সিদ্ধান্তহীনতা
বাংলাদেশ স্পোর্টিং ক্লাব গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার হকি লিগ বয়কট করেছিল। এবারও সেই সিদ্ধান্তে অটল থাকবে বলে শোনা যাচ্ছে। কিন্তু ক্লাবের এক কর্মকর্তা জানালেন এবার আমরা লিগ বয়কট করব কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।