সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। খুলনা টেস্টের দ্বিতীয় দিনে গতকালের ২৩৬ রানের সঙ্গে আজ মাত্র ৯৬ রান যোগ করতে সক্ষম হয় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন মুমিনুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন ইমরুল কায়েস। মাহুমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৪৯ রান। আর মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩২ ও ৩৩ রান। আর অলরাউন্ডার সাকিব আল হাসান গতকালের ১৯ রানের সঙ্গে আজ মাত্র ৬ রান যোগ করেই আউট হয়ে যান।
পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ ৩টি করে উইকেট; জুলফিকার বাবর ও মোহাম্মদ হাফিজ ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট আগামী ৬ মে থেকে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ২০১৫/শরীফ