প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার সুনিল নারিনের ক্রিকেট ক্যারিয়ার। আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। চলতি আইপিএলে আর অফ-স্পিন বল করতে পারবেন না বলে তাকে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ। তবে অফ-স্পিন ছাড়া অন্য যেকোনো ধরনের বোলিং করতে পারবেন তিনি।
২২ মার্চ সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে বোলিং করার সময় ম্যাচ অফিসিয়ালরা সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে সুনিল নারাইনের বিরুদ্ধে প্রতিবেদন দেন। পরবর্তীনে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সায়েন্স স্পোর্টস সেন্টারে বোলিং অ্যাকশনের উপর পরীক্ষা দিতে হয়েছে তাকে। আজ বুধবার এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে তাকে অফ-স্পিন বোলিং থেকে নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই।
তবে এই নিষেধাজ্ঞার ফলে বিসিসিআই আয়োজিত কোনো টুর্নামেন্টে অফ-স্পিন বল করতে পারবেন না নারিন। যদি তিনি নিষেধাজ্ঞা অমান্য করে অফ-স্পিন করেন তবে নিয়ম অনুযায়ী ফিল্ড আম্পায়াররা 'নো' ডাক দিবেন।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৫/শরীফ