সাকিব আল হাসানের বল লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে হুঙ্কার ছাড়লেন আজহার আলি। এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট ভঙ্গি এমন যেন বিশ্বজয় করে ফেলেছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বলে কথা! উচ্ছ্বাস প্রকাশের পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে সেজদায় রত হলেন আজহার!
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছেন আজহার আলি। আর এই ডাবল সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটিও নিজের করে নিয়েছে পাকিস্তান। গতকাল ৮ উইকেটে ৫৫৭ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে স্কোর বোর্ডে ১০৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টাইগাররা এখনো পাকিস্তানের চেয়ে ৪৫০ রানে পিছিয়ে। আজ মুশফিকরা খেলতে নামবেন ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়ে। পাকিস্তানিদের চোখে এখন জয়ের স্বপ্ন। গতকাল সংবাদ সম্মেলনে আজহার বলেন, 'এই টেস্টে আমরা এখন ভালো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য এখন জয়। তৃতীয় দিন যত দ্রুত বাংলাদেশকে অলআউট করা যায় ততই ভালো। তবে জিততে হলে ওদের আরও ১৫ উইকেট নিতে হবে। আগের ম্যাচেই দ্বিশতক করেছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। কাল দ্বিশতকের দেখা পেলেন আরেক ওপেনার আজহার। তবে বাংলাদেশের পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ ইউসুফ, ২০০১ সালে। ২০১২ সালে ইউনুস খানও ডাবল সেঞ্চুরি করেছিলেন। আজহার আলি আউট হওয়ার আগে ৪০৬ বল খেলে করেছেন ২২৬ রান। ২০টি বাউন্ডারির সঙ্গে দুটি বিশাল ছক্কা। অবশ্য প্রথম দিন ১৮ রানেই একবার নতুন জীবন পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান। মোহাম্মদ শহীদের বলে দ্বিতীয় স্লিপে সৌম্যর ক্যাচে পরিণত হয়েছিলেন। কিন্তু রিভিউয়ে বেঁচে যান। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসও এটি। ডাবল সেঞ্চুরির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজহার বলেন, 'আগের রাতে সবাই ডাবল সেঞ্চুরির কথা বলছিল। মিসবাহ্ ভাই আমাদের সাহস দিয়েছে। আমি চেয়েছি শেষ পর্যন্ত দেখেশুনে ব্যাটিং করতে। সফল হয়েছি। খুবই ভালো লাগছে।' বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও দারুণ খেলেছেন আজহার আলি। একটি সেঞ্চুরিও রয়েছে তার। ওয়ানডেতে সফরকারীরা বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলেও আজহারের ব্যাট থেকে রানের ফুল ঝুড়ি ছুটেছে। এবার টেস্টেও দারুণ ব্যাটিং করে চলেছেন আজহার। সব মিলিয়ে আজহার আলি ২০তম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টাইগারদের বিরুদ্ধে প্রথম ডাবল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান মারভান আতাপাত্তু, ২০০১ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।