ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য গতকাল ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে কোনো চমক নেই। পাকিস্তান বিরুদ্ধে টি-২০, ওয়ানডে ও টেস্টে যারা খেলেছেন তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে প্রাথমিক দল। তবে ফিরেছেন পেসার শফিউল ইসলাম সুহাস। প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার। পাকিস্তানের টেস্টের চূড়ান্ত দলে ছিলেন লিটন, ওয়ানডেতে ছিলেন রনি। কিন্তু তাদের অভিষেক হয়নি। প্রাথমিক দলে একমাত্র নতুন মুস্তাফিজার রহমান। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০তে অভিষেক হলেও টেস্ট কিংবা ওয়ানডে দলের জন্য প্রথমবারের মতো ডাক পেলেন মুস্তাফিজুর। ২৩ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে সাত পেসারকে- মাশরাফি, রুবেল, তাসকিন, আবুল হাসান, শফিউল, মুস্তাফিজুর ও মোহাম্মদ শহীদ। দলে স্পেশালিস্ট স্পিনার তিন জন। দুই অফ স্পিনার তাইজুল ইসলাম ও আরাফাত সানি এবং দলের একমাত্র লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখন। দলে রাখা হয়েছে পাঁচজন- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, রনি তালুকদার ও লিটন কুমার দাস। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে সাফল্যের কারণে দলে খুব বেশি পরিবর্তন নেই। তবে টেস্টে দলে থাকা পেসার শাহাদৎ হোসেন ইনজুরির কারণে বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম সুহাস। ভারতের বিরুদ্ধে জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক লেখালেখি হচ্ছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণে বাংলাদেশ হেরে যাওয়ার এই সিরিজ নিয়ে আগ্রহের মাত্রা বেড়ে গেছে।
তবে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই সিরিজ নিয়ে দেশবাসীর প্রত্যাশা অনেক বেড়ে গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ভারতীয় দলের পার্থক্য অনেক। কিন্তু টাইগাররা যে ফর্মে রয়েছে তাতে প্রতিপক্ষের শক্তি কথা ভাবার সময় কোথায়! সবার প্রত্যাশা একটাই, পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধেও চাই সিরিজ জয়!
২৩ সদস্যের প্রাথমিক দল
তামিম, ইমরুল, মুমিনুল, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিকুর, সৌম্য, শুভাগত, লিটন, নাসির, বিজয়, সাব্বির, তাইজুল, আরাফাত, জুবায়ের, মাশরাফি, তাসকিন, রুবেল, মুস্তাফিজুর, আবুল হাসান, শহীদ, শফিউল, রনি।