প্রতিশোধ! মোক্ষম প্রতিশোধ! তারিখ একই। কেবল দৃশ্যপট ভিন্ন। এক বছর আগে ন্যূ ক্যাম্পে বার্সেলোনার ভক্তদের বুক ভেঙে যে উৎসব করেছিল অ্যাটলেটিকো গতকাল ভিনসেন্ট ক্যালডেরনে ঠিক তাই করল বার্সেলোনা। এতে অবশ্য অ্যাটলেটিকো ভক্তদের চেয়ে রিয়াল ভক্তদের বুকই ভাঙল বেশি করে। বার্সেলোনার জয়ের গতি থামাতে পারলে রিয়ালের একটা সুযোগ থাকত! লিওনেল মেসি কোনো সুযোগই দিলেন না প্রতিপক্ষকে। অ্যাটলেটিকোর বিরুদ্ধে গোলের বন্ধ্যাত্ব ঘুচানোর দৃঢ় লক্ষ্য নিয়েই যেন কাল মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচের ৬৫ মিনিটে তার দুর্দান্ত এক গোলেই অ্যাটলেটিকোকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় চ্যাম্পিয়নের মুকুট পরল বার্সেলোনা।
জন ওবল্যাক কী মেসি-প্রুফ কোনো জার্সি গায়ে জড়িয়েছিলেন! না হলে ওরকম দুর্দান্ত আক্রমণগুলো ঠেকালেন কীভাবে! ৩৩ মিনিটে মেসির আক্রমণটা এমনভাবে রুখলেন ওবল্যাক মনে হলো, আগে থেকেই তিনি জানতেন বলের গতিপথ! তারপর আরও একটা হেডারের গতিপথ রুখলেন ওবল্যাক। মূলত প্রথমার্ধের পুরোটা সময় এবং দ্বিতীয়ার্ধের বেশ কিছুটা সময় ধরে একজন ওবল্যাকের কাছেই হুমড়ি খেয়ে পড়ছিল বার্সেলোনার বিশ্বসেরা আক্রমণভাগ। সুয়ারেজ মাঠে না থাকলেও মেসি-নেইমার-পেদ্রোরা নিজেদের দায়িত্ব ঠিকই পালন করছিলেন। তবে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে পরাস্ত করতে মেসির ম্যাজিক্যাল মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। ডি-বক্সের ভিতরে মেসি-পেদ্রোর টিকি-টাকায় বালির প্রাসাদের মতোই ভেঙে পড়ে অ্যাটলেটিকোর সুদৃঢ় রক্ষণভাগ। লা লিগায় চলতি মৌসুমে ৪১ নম্বর গোল করে মেসি কেবল অ্যাটলেটিকোর বিপক্ষে গোল খরাই ঘুচালেন না বার্সেলোনাকে উপহার দিলেন মৌসুমের প্রথম শিরোপাও! যে শিরোপা ঠিক এই দিনেই বার্সেলোনার কোল থেকে কেড়ে নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ! গত বছরের এই দিনেই তো ন্যূ ক্যাম্পের দর্শকদের কাঁদিয়ে লা লিগার শিরোপা জিতেছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। সেদিন বেশ খানিকটা সময় এগিয়ে থেকেও অ্যাটলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। ১৯৯৬ সালের পর লা লিগা জয়ের জন্য ওই পয়েন্টটাই প্রয়োজন ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। সেই দলটার বিপক্ষেই গতকাল বার্সেলোনা শিরোপা নির্ধারণ করল। তাও অ্যাটলেটিকোর মাঠ ভিনসেন্ট ক্যালডেরনে! এর চেয়ে মধুর প্রতিশোধ আর কী হতে পারে!
লা লিগায় বার্সেলোনা ২৩ নম্বর শিরোপা ঘরে তুলল গতকাল। তবে ৩২টি শিরোপা জিতে এখনো শীর্ষে আছে রিয়াল মাদ্রিদই। গতকাল যারা এসপানিয়লকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক! চলতি মৌসুমে লা লিগায় এটা রোনালদোর সপ্তম হ্যাটট্রিক! তবে রিয়ালের এ জয়ের কোনো অর্থই থাকল না! লা লিগায় ৩৭ ম্যাচে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে সব জল্পনার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরল বার্সেলোনা। গত দশ বছরে এটা কাতালানদের সপ্তম লা লিগা জয়! বাকি তিনটি ভাগাভাগি করেছে রিয়াল মাদ্রিদ (২টি) ও অ্যাটলেটিকো মাদ্রিদ (১টি)। বার্সেলোনা চ্যাম্পিয়ন হলেও গোলদাতার তালিকায় এগিয়ে রইলেন ক্রিস্টিয়ানো রোনালদোই। চলতি মৌসুমে লা লিগায় ৪৫ গোল করলেন এ পর্তুগিজ তারকা! মেসি ৪১ গোল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।