আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র। সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময় ঢাকায় এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, মে মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
২০ মে থেকে পাঞ্জাব ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল। এতে সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অংশগ্রহণ প্রায় নিশ্চিত ছিল। কিন্তু পাঞ্জাবের এই ফেস্টিভ্যালই বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই বিদেশি কূটনৈতিক নিহত হওয়ার ঘটনায়। তবে পরবর্তীতে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবি সূত্র জানায়, আগামী আগস্টে পাকিস্তান মহিলা দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আগামী বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।
বিডি-প্রতিদিন/১৮ মে ২০১৫/শরীফ