বিশ্ব পুরুষের টেনিসে নিজের অাধিপত্য অব্যাহত রেখেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। দুই নম্বর শীর্ষ বাছাই রজার ফেদেরারকে হারিয়ে চতুর্থবারের মতো ইতালিয়ান ওপেনে পুরুষ এককের শিরোপা জিতলেন তিনি। বিশ্বের দুই নম্বর তারকা সুইস লেজেন্ড ফেদেরারকে সরাসরি সেটে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন জোকোভিচ। এ জয়ের মধ্য দিয়ে টানা ২২ ম্যাচে জয় পেলেন তিনি।
ইতালিয়ান ওপেন জয়ের ফলে পুরো আত্মবিশ্বাস নিয়ে ফরাসি ওপেন শুরু করবেন সার্বিয়ান এ তারকা। আগামী ২৪ মে থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় এ গ্রান্ড স্ল্যাম।
সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ স্পেনিশ তারকা ডেভিড ফেরেরকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে এবং আরেক সেমিফাইনালে দুই নম্বর বাছাই ফেদেরার স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।
এদিকে, টুর্নামেন্টে মেয়েদের এককে শিরোপা জিতেছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। স্পেনিশ তারকা কার্লা সুয়ারেজ নাভাররোকে ৪-৬, ৭-৫, ৬-১ গেমে হারিয়ে তৃতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাাম্পিয়ন হলেন শারাপোভা। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১৮ মে ২০১৫/শরীফ