বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রেমের সম্পর্কের কথা এখন অনেকটাই পুরনো খবর। তা শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত। তবে কথন তারা বিয়ে করছেন বা আদৌ করছেন কিনা এ নিয়ে এখনো মানুষের ব্যাপক কৌতূহল রয়েছে। নতুন খবর হলো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান অষ্টম আসরের অন্যতম ফেভারিট দল রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর [আরসিবি] ড্রেসিংরুমে গতকাল দেখা গেছে আনুশকাকে। শুধু দেখা গেছে বললে ভুল হবে। প্রেমিক ও আরসিবির অধিনায়ক কোহলির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে অর্থাৎ কোলাকুলি করতে দেখা গেছে তাকে। মূলত আরসিবির প্লে-অফ নিশ্চিত হওয়ার পর অন্যদের সঙ্গে তা উদযাপন করতেই এ কাজ করেন তারা।
টুর্নামেন্টের শেষ চারে উঠার লড়াইয়ে গতকাল দিল্লি ডেয়ারডেভিলস ও আরসিবির মধ্যে মাস্ট উইন একটি ম্যাচ ছিল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছিল। জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১.২ ওভার ব্যাট করতে পারে আরসিবি। কারণ এরপরই অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছিল। পরে অবশ্য বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে উভয় দলকে ১ পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছিল। আর এক পয়েন্ট পেয়েই প্লে অফ নিশ্চিত হয় আরসিবির।
বিডি-প্রতিদিন/১৮ মে ২০১৫/শরীফ