দুঃসময়ে বার্সেলোনা। ক্লাবের বিরুদ্ধে স্প্যানিশ আদালত থেকে সমন জারি হলো। দুর্নীতির অভিযোগ আনা হলো মেসির ওপর। নেইমারের ট্রান্সফার নিয়ে কত কাণ্ডই না হয়ে গেল। ক্লাবের সঙ্গে মেসির দ্বন্দ্ব নিয়ে মাদ্রিদভিত্তিক পত্রিকাগুলো মুখরোচক গল্প প্রচার করল। তারপর? পৃথিবী অবাক হয়ে দেখল, বিতর্কের জবাব দিতে শুরু করেছেন মেসি-সুয়াজের-নেইমার। এমএসএনের মাঠ পারফরম্যান্সে ঢাকা পড়ে গেল সব বিতর্ক। আমুদে-ভক্তরা আবার নিয়মিত উৎসবে মেতে ওঠার উপলক্ষ পেতে শুরু করল। তারপর? দুই দিন আগে লা লিগায় হারানো শ্রেষ্ঠত্ব খুঁজে পেল বার্সেলোনা। লিওনেল মেসির ম্যাজিকেল মোমেন্টামের শিকার অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলের পরাজয় স্বীকার করে বার্সার হাতে তুলে দিল শ্রেষ্ঠত্বের পুরস্কার। এখানেই শেষ নয়! আর দুটো ম্যাচ জিতলে আরও একবার ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের গৌরব অর্জন করবে বার্সেলেনো। যে গৌরব স্পেনে কেবল বার্সেলোনারই আছে (২০০৮-০৯ মৌসুমে)!
লিওনেল মেসি শিরোপা পেলেন। আরও হয়তো পাবেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো! যার পা থেকে লা লিগার দর্শকরা দেখল ৭টি হ্যাটট্রিক (লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৮টি হ্যাটট্রিক মেসির, ২০১১-১২ মৌসুম)! সেই রোনালদো কী পেলেন! লা লিগায় ৪৫টি গোল করেছেন পর্তুগিজ তারকা। গত রবিবারের হ্যাটট্রিকে ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। রিয়ালের জার্সিতে রোনালদোর মোট গোল ৩১০টি। ডি স্টেফানো করেছেন ৩০৭ গোল। আর মাত্র ১৩ গোল করলেই রোনালদো রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে (৩২৩) স্পর্শ করবেন।
দুর্দান্ত সব গোল করে ভক্তদের মন ভরিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলকে উপহার দিয়েছেন দারুণ সব জয়। কিন্তু দলীয় শিরোপা কই! রোনালদোর রিয়াল মাদ্রিদ এমন একটা মৌসুম কাটাতে যাচ্ছে যেখানে কোনো শিরোপার স্পর্শ নেই। তবে ব্যক্তিগত অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়িয়ে যাবেন সম্ভবত মেসিকেও। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে চার গোলের ব্যবধানে (রোনালদো ৪৫, মেসি ৪১) এগিয়ে পর্তুগিজ তারকা। এক ম্যাচ হাতে রেখে এই ব্যবধান ঘুচানোর আশা এমনকি মেসির কাছ থেকেও করা কঠিন। রিয়াল মাদ্রিদ ২৩ মে খেলবে গেটাফের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষে। যাদের জালে গত সাক্ষাতে তিন গোল (রোনালদো ২ গোল) দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে বার্সেলোনা একই দিন মুখোমুুখি হচ্ছে দিপোর্তিভো লা করোনার। যাদের সঙ্গে গত সাক্ষাতে চার গোল করেছে কাতালানরা (মেসি, হ্যাটট্রিক)। শিরোপার লড়াইয়ে লিওনেল মেসি এগিয়ে গেলেও গোলের লড়াইয়ে এগিয়ে থাকলেন রোনালদোই। ইউরোপিয়ান গোল্ডেন বুট চতুর্থ বারের মতো জয় করতে চলেছেন রোনালদো। এর আগে ২০০৭-০৮, ২০১০-১১ ও ২০১৩-১৪ মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন তিনি। মেসি ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। এবার মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছে রোনালদোর সামনে!