লুইস এনরিকে সামনের গ্রীষ্মেই ন্যু ক্যাম্প ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন। এমন একটা খবর স্প্যানিশ মিডিয়ায় রটেছিল। বিশেষ করে মাদ্রিদভিত্তিক মিডিয়াগুলো এ খবর বেশ মোটা দাগেই ছেপেছে। তবে এনরিকের ন্যু ক্যাম্পে থাকা নিয়ে কোনো বিতর্কেই যেতে চাইছে না বার্সেলোনা। ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তুমিউ বলছেন, 'আমাদের একটা চুক্তি আছে। আমরা এ চুক্তির প্রতি সম্মান দেখাতে চাই। এ নিয়ে কোনো বিতর্ক করতে চাই না।'
সেই সঙ্গে বার্সা প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, লা লিগা জয় করাই ছিল দলটার প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জিত হওয়ার পর এখন দ্বিতীয় লক্ষ্যের দিকে মনোযোগী হবে কাতালানরা। সামনেই আছে কোপা দেল রে কাপের ফাইনাল। ন্যু ক্যাম্পে ৩০ মে এ ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিক বিলবাওয়ের। বার্সা প্রেসিডেন্ট বলছেন, এবার মৌসুমের দ্বিতীয় শিরোপাটাও ঘরে তুলতে সবাই প্রস্তুত। আর বলতে ভোলেননি, দলের সফলতা এসেছে ফুটবলার এবং কোচের সমন্বিত চেষ্টায়।