রোমের ইতালিয়ান ওপেনে সম্ভবত শেষ সুযোগটাই হারালেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। জীবনে কত শিরোপাই না জিতেছেন। বাকি ছিল কেবল রোম জয়। সেই সুযোগ তার কাছে ধরা দিয়েছিল ২০০৩, ২০০৬ ও ২০১৩ সালে। আগের তিনবার তিনি হেরেছেন ফেলিঙ্ মান্তিয়া ও রাফায়েল নাদালের কাছে। এবার হারলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের কাছে। গত রবিবার রোমের ইতালিয়ান ওপেনে রজার ফেদেরারকে ৬-৪, ৬-৩ সরাসরি সেটে হারিয়ে দেন জকোভিচ। শেষ হয়ে যায় সুইস কিংবদন্তির রোম জয়ের স্বপ্ন। আর ফেদেরারকে হারিয়ে 'মিস্টার জোকার' রোমে চতুর্থ শিরোপা জয় করলেন। এর আগে তিনি ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে রোম জয় করেছিলেন। ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুতিটা ভালোই হলো সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের। তবে পরাজিত হওয়ার পরও হতাশ নন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। তিনি ম্যাচের পর বলেন, 'আমি জানি শারীরিকভাবে আমি এখনো এর চেয়ে ভালো খেলার যোগ্যতা রাখি। গত কয়েক বছরে যেমন খেলেছি, তার চেয়ে ভালো খেলব বলে আমার বিশ্বাস।' ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জেতার লক্ষ্যই নির্ধারণ করেছেন রজার ফেদেরার।