দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের (ফিফা) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার। নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন।
এবার পরিবর্তন না আবারও ফিফার সর্বোচ্চ আসনে বসবেন ব্লাটার। এ নিয়ে তোড়জোর শুরু হয়ে গেছে সারা বিশ্বে। তবে বিশ্লেষকরা বলছেন, এবার সেপ ব্লাটারের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম। আর যদি তাই হয়ে থাকে, তাহলে ৭৯ বছর বয়সি ব্লাটার নিজের সিংহাসন হারাতে পারেন ৩৯ বছর বয়সি প্রিন্সের কাছে।
১৯৯৮ সাল থেকে ১৭ বছর ধরে ফিফার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সেপ ব্লাটার। তবে মাত্র দু-দিন আগে দুর্নীতির অভিযোগে জুরিখে ফিফার সাত কর্মকর্তা গ্রেফতার হলে ভাবমূর্তি সংকটে পড়ে যান ব্লাটার। তবে এই ঘটনায় সব ধরনের দায় অস্বীকার করেছেন বর্তমান প্রেসিডেন্ট ব্লাটার।
নির্বাচনে ফিফার ২০৯ সদস্য একটি করে ভোট দিতে পারবেন। দুই রাউন্ডে ভোট অনুষ্ঠিত হবে। যদি প্রথম রাউন্ডে কোনো প্রার্থী এক তৃতীয়াংশ ভোট পেয়ে যান তাহলে দ্বিতীয় রাউন্ডের প্রয়োজন হবে না। যদি ভোটের ব্যবধান কাছাকাছি থাকে তাহলে দ্বিতীয় রাউন্ড হবে। তবে জয়ের জন্য দ্বিতীয় রাউন্ডে ১০৫টি ভোট পেতে হবে যেকোনো প্রার্থীকে।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৫/মাহবুব