লাতিন আমেরিকার বিশ্বকাপ কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। আগামী মাসেই চিলিতে বসতে যাচ্ছে লাতিনের ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। ১১ জুন থেকে শুরু হয়ে আসরটি চলবে ৪ জুলাই পর্যন্ত।
যথারীতি দলের নেতৃত্বে থাকছেন বার্সা তারকা লিওনেল মেসি। আক্রমণভাগে মেসির পাশাপাশি রয়েছেন সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়াইন ও এজিকুয়েল লাভেজ্জির মতো ফর্মে থাকা সুপারস্টাররা। মার্টিনোর এমন দল ঘোষণায় প্রায় ৩ বছর উপেক্ষিত থাকার পর ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন ইতালীর ক্লাব জুভেন্টাসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো কার্লোস তেভেজ।
গোলপোস্টের অতন্দ্র প্রহরী নির্বাচনে সার্জিও রোমেরোকেই এক নম্বর গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছেন মার্টিনো। অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়ের মাচেরানো, হ্যাভিয়ের পাস্তোরের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন মিডফিল্ডে। রক্ষণভাগ সামলাতে রয়েছেন পাবলো জাবালেতা, মার্টিন ডেমিচেলিস, মার্কোস রোজো, এজিকুয়েল গ্যারের মতো ফুটবলাররা। সঙ্গে রয়েছেন নিকোলাস ওতামেন্দির মতো উঠতি তারকাও।
আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল
গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গাজমান, মারিয়োনো আন্দুজার
রক্ষণভাগ : পাবলো জাবালেতা, ফাকান্দো রনকাগলিয়া, এজিক্যুয়েল গ্যারে, মার্টিন ডেমিচেলিস, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোজো, মিল্টন ক্যাসকো।
মধ্যমাঠ : হ্যাভিয়ের মাচেরানো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রবার্তো পেরেইরা, ফারনান্দো গ্যাগো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা ও হ্যাভিয়ের পাস্তোর।
আক্রমণভাগ : লিওনেল মেসি (অধিনায়ক), সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, এজিকক্যুয়েল লাভেজ্জি ও গঞ্জালো হিগুয়াইন।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/ এস আহমেদ