রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গত ২৯ মে শুরু হয়েছে 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্ট। শুক্রবার চলছে এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা। এদিন সকালেই খেলা দেখতে মাঠে হাজির হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গলফের প্রতি তার ভালোবাসার কথা সবার জানা। তাই, দেশের মাটিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের মতো আন্তর্জাতিক আসরের খেলা দেখতে মাঠে চলে আসেন তিনি।
শুক্রবার সাবেক এ রাষ্ট্রপতি কুর্মিটোলা গলফ ক্লাবের বসুন্ধরা হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, 'খেলা দেখতেই এখানে এসেছি। বাংলাদেশের গলফ এগিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে।'
বাংলাদেশে আন্তর্জাতিকমানের গলফ টুর্নামেন্ট আয়োজনের জন্য এ সময় তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ, এ ধরনের আন্তর্জাতিকমানের গলফ টুর্নামেন্ট আয়োজনের জন্য।'
পরে তিনি গলফ কোর্সে আসেন এবং কয়েকজন গলফারের টি-অফ দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান ও উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির প্রধান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৫/মাহবুব