সিকান্দার রাজার দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রাস সংগ্রহ করেছে। সিকান্দার ৮৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কার মাধ্যমে সেঞ্চুরি করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিভাভা মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন । ১১টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১০০ বলে ৯৯ রান করেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেশ দুটির মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সফরকারীদের আর কেউই তেমন রান করতে পারেনি।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। স্বাগতিক বোলারদের কোনো পাত্তা না দিয়ে শুরু থেকেই বেশ ভালো ব্যাটিং করছিল সফরকারীদের দুই ওপেনিং ব্যাটসম্যান সিবান্দা ও চামু। সিবান্দা বেশি রান না করতে পারলেও ৪৭ বল খেলে চামুকে সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত মাত্র ১৩ রানে আউট হন তিনি। তবে চামু চিভাভা নিজের সহজাত খেলা চালিয়ে ওই রান করেন।
পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ২টি করে উইকেট, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ সামি ১টি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, তিন ম্যাচ একদিনের সিরিজে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ ৪১ রানে জিতে সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/শরীফ