ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার অর্থ লোপাট নিয়ে নানারকম তথ্য বের হয়ে আসছে। ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপে স্বাগতিক দেশ হতে রাশিয়া ও কাতারের কাছে ফিফার কর্মকর্তাদের ঘুষ গ্রহণ নিয়ে জোর তদন্ত চলছে। ২০১০ দক্ষিণ আফ্রিকা ও ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনেরও পেছনে ঘুষ দেওয়া হয়েছিল কিনা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে মার্কিন ও সুইস গোয়েন্দা সংস্থা। অবস্থা এতটা সংকটাপন্ন যে পঞ্চমবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পরও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সেপ ব্ল্যাটার। যদিও নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করে যাবেন। তবু থামছে না ঝড়, দুর্নীতির সঙ্গে ব্ল্যাটার জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফুটবলে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা বলেছেন, সময় নষ্ট না করে এখনই ব্ল্যাটারের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কারণ তার সহযোগিতা ছাড়া অর্থ লোপাটের প্রশ্নই উঠে না। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফিফার সাবেক সহ-সভাপতি জাক ওয়ার্নার। যদি তিনি দৃঢ়ভাবে বলেছেন অর্থ কেলেঙ্কারির সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠে না। স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছেন। কে বা কারা দুর্নীতির সঙ্গে জড়িত তিনি তা জানেন না। যাক ওয়ার্নার অস্বীকার করলেও তার দুর্নীতি নিয়ে বিবিসির এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, ওয়ার্নারের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে ফিফা যে ১০ মিলিয়ন পাঠিয়েছিল, সেই অর্থ ক্যারিবীয় অঞ্চলে ফুটবল উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল। কিন্তু বিবিসির কাছে প্রমাণ রয়েছে ওই টাকা দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধ করেছেন ওয়ার্নার। এছাড়া ওই ফান্ডের বড় একটা অংশ তিনি পাচারও করেছেন।
৭২ বয়সী ওয়ার্নারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই। অনুসন্ধানে বের হয়ে এসেছে ওয়ার্নারের ওই অ্যাকাউন্ট থেকে ৪৮ লাখ ৬০ হাজার ডলার ওয়ার্নারের নিজের দেশ ত্রিনিদাদের একটি বড়সড় সুপার মার্কেটে কয়েক দফা পাঠানো হয়েছে।
মার্কিন আইনজীবীরা বলেছেন, বকেয়া পরিশোধের নামে অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা সুপার মার্কেট পাঠাতেন ওয়ার্নার। পরে তাদের কাছ থেকে স্থানীয় মুদ্রার নগদ অর্থ সংগ্রহ করতেন। প্রমাণ মিলেছে, ওয়ার্নার ফিফার ওই অ্যাকাউন্ট থেকে সবচেয়ে বড় যে ব্যক্তিগত ঋণটি নিয়েছেন, তার পরিমাণ ৪ লাখ ১০ হাজার ডলার। আর সবচেয়ে বড় ক্রেডিট কার্ডের বিলটি তিনি দিয়েছেন ৮৭ হাজার ডলারের।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ফিফার অর্থে ব্যক্তিগত দেনা পরিশোধ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর