ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে এক পেসার খেলানোয় সমালোচনার তরবারিতে এফোর-ওফোর হয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে কোচ চন্ডিকা হাতুরাসিংহ সমালোচনার তীর্যকবাণে বিদ্ধ হয়েছিলেন। বৃষ্টিভাগ্যে টেস্ট ড্রয়ের পর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম পরোক্ষভাবে স্বীকার করেছিলেন এক পেসার খেলানো ভুল ছিল। অথচ ভারত খেলিয়েছিল তিন পেসার। এক পেসার খেলানোর অনেক কারণ ব্যাখ্যা করেছিলেন টিম ম্যানেজমেন্ট। সুযোগ থাকার পরও খেলানো হয়নি তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। অথচ এই মুহূর্তে মাশরাফি বিন মর্তুজার উত্তরসূরি হওয়ার সব যোগ্যতা রয়েছে তাসকিনের। সেই তাসকিনের ওয়ানডে অভিষেক হয়েছিল ঠিক এক বছর আগে, ১৭ জুন ২০১৪। অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে আলো ছড়িয়ে ইঙ্গিত রেখেছিলেন ভবিষ্যতের পতাকা ধরার। সেই অভিষেকের পর বিশ্বকাপ খেলেছেন। দুর্দান্ত বোলিং করে কোয়ার্টার ফাইনালও খেলিয়েছেন বাংলাদেশকে। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন। কিন্তু সেই ধারটা ছিল না। প্রতিবেশী দেশের বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন তিনটি। সেই অভিজ্ঞতা নিয়ে আগামীকাল নামছেন ভারতের বিপক্ষে। তবে অন্য যে কোনো সময়ের চেয়ে সিরিজটি অনেক বেশি কঠিন হবে বলেই বিশ্বাস তাসকিনের। দলের সাফল্যের জন্য অবশ্য পেসারদের ভালো করতে বলেন তাসকিন।
গত জুনে নিজের অভিষেক ম্যাচে ভারতকে ১০৫ রানে বেঁধে ফেলেছিলেন তাসকিন ২৮ রানে ৫ উইকেট নিয়ে। কিন্তু জিততে পারেনি টাইগাররা। পরের ম্যাচেও ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। এরপর মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে দলের সফল বোলার ছিলেন এই দীর্ঘকায় পেসার। ৩ উইকেট নিয়েছিলেন ৬৯ রানে। ভারতের তিন ওয়ানডে খেলে উইকেট নেন ১০টি। আগামীকাল ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স কতটা কাজে দিবে প্রশ্নোত্তরে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচগুলোর স্মৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তবে সেসব অতীত। একেবারে নতুন করে শুরু করতে হবে।’ গত বছর যে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, তাতে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিরা। দ্বিতীয় সারির দলের বিপক্ষেও সিরিজ জিততে পারেনি টাইগাররা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পূর্ণ শক্তির দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। এবারও প্রতিপক্ষ পূর্ণ শক্তির দল। তাদের বিপক্ষে ভালো খেলতে পেসারদের ভালো করার তাগিদ দিলেন এই ডান হাতি পেসার, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা দল। বিশেষ করে উপমহাদেশে অনেক বেশি শক্তিশালী। ভালো ফল পেতে পেসারদের ভালো বল করতে হবে। সাফল্যের জন্য ভালো বোলিংয়ের বিকল্প নেই।’ ১২ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১৯টি। অথচ এখনো টেস্ট খেলা হয়নি তাসকিনের। না খেললেও তাসিকন টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন পূর্ণোদ্যমে, ‘আগের চেয়ে এখন অনেক বেশি বোলিং করছি। আগে সপ্তাহে ২০ ওভার বা ১২০টি বোলিং করতাম। এখন সেখানে ১৬০টি বোলিং করি। জিমও বেশি করছি। তাই সব ফরম্যাটে খেলার আশা করছি।’ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের লড়াইয়ের ইচ্ছা থাকলেও পারেনি বাংলাদেশ। এবার প্রতিশোধের সম্ভাবনা রয়েছে। গোটা জাতি অধীর অপেক্ষায় রয়েছে প্রতিশোধের। সে রকমটি না ভাবলেও ভালো কিছুর সম্ভাবনা রয়েছে তাসকিনের, ‘বিশ্বকাপে পারিনি। এবার হয়তো পারব। যদিও ভারত শক্তিশালী দল। তবে ভালো করতে হলে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমরা এখন যে ক্রিকেট খেলছি, তাতে আশা করছি ভালো কিছু হবে।’ ভালো করতে চাইলেও উইকেট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। উইকেট কেমন হবে এ নিয়ে চিন্তিত উভয় পক্ষই। পাকিস্তান সিরিজে পেসাররা ভালো করেছিলেন উইকেটের জন্য। এবারও উইকেট ভালো হবে বলেই বিশ্বাস তাসকিনের, ‘পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেট ছিল। আমাদের পেসাররা ভালো করেছিলেন। আশা করছি এবারও পেসাররা ভালো করবেন।’
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
জ্বলে ওঠার অপেক্ষায় তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর