হুয়ান ক্যামিলো জুনিগা -নামটি খুব ভালো করেই মনে রেখেছেন ব্রাজিলিয়ানরা। ভুলতে চাইলেও তো 'জাগো বণিতো' সমর্থকরা ভুলতে পারেন না। শ্রদ্ধার সঙ্গে নয়, ব্রাজিলিয়ানরা নামটি মনে রেখেছেন ঘৃণার সঙ্গে। এই এক হুয়ান ক্যামিলো জুনিগার কারণেই হৃদয় ভেঙে গিয়েছিল কোটি কোটি ব্রাজিল ভক্তের। প্রথমবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জয়ের সেরা সুযোগটা নষ্ট হয়ে যায় ব্রাজিলের।
হুয়ান ক্যামিলো জুনিগা হচ্ছেন কলম্বিয়ান ফুটবলার। ২০১৪ সালের ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে তার হাঁটু আঘাতেই নেইমারের মেরুদণ্ডের কশেরুকায় ভাঙন ধরেছিল। সেই ম্যাচে ব্রাজিল জিতলেও বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। আর সেরা তারকাকে ছাড়া পরের ম্যাচে সেমিফাইনালে জার্মানির কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। তারপর ব্রাজিলিয়ানদের কাছে 'খলনায়ক' হিসেবে পরিচিত জুনিগা। যদিও সেই ঘটনার পর ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়েছিলেন কলাম্বিয়ান ডিফেন্ডার! কিন্তু স্বপ্নভঙের বেদনা কী তাতে যায়!
বিশ্বকাপের সেই দুঃস্বপ্নের ম্যাচের পর এবার কোপা আমেরিকায় ব্রাজিলের সামনে কলম্বিয়া। আবারও মুখোমুখি নেইমার ও জুনিগা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। ভেন্যু- চিলির রাজধানী সান্টিয়াগোর স্টেডিয়াম মনুমেন্টাল ডেভিড অ্যারেলানো।
নেইমার এখন ব্রাজিলের অধিনায়ক, আর জুনিগা কলম্বিয়ার সহ অধিনায়ক। দুজনের কাঁধেই গুরুদায়িত্ব। এ ম্যাচেও নেইমারকে প্রহরার কাজে নিয়োজিত থাকবেন জুনিগা। নেইমারকে আটকে দিতে না পারলে যে কোপায় কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নটা ধূসর হয়ে যাবে কলম্বিয়ার। কেননা গ্রুপের প্রথম ম্যাচে তারা ভেনিজুয়েলার বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল। তাই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি কলম্বিয়ার জন্য মহাগুরুত্বপূর্ণ। এ ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। প্রথম ম্যাচে তারা পেরুকে হারিয়েছে ২-১ গোলে। ব্রাজিলিয়ানদের জন্য সুখবর হচ্ছে, ফর্মে রয়েছেন অধিনায়ক নেইমার। প্রথম ম্যাচে তিনি গোলও পেয়েছেন। এ ম্যাচেও তার দিকেই তাকিয়ে ব্রাজিল ভক্তরা। তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলে একটা শঙ্কাও কাজ করছে।