সিজান ফর্টি ফাইভ পাম অলিন জাতীয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি। গতকাল পল্টন ময়দানে কাবাডি কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৩১-১৯ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। মহাপুলিশ পরিদর্শক একে এম শহীদুল হক বিপি এম, পিপি এম প্রধান অতিথি হিসেবে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ।