টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। গতকাল এ শাস্তি ঘোষণা করে কোপা আমেরিকা ডিসিপ্লিনারি কমিটি। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর অশোভন আচরণের জন্য নেইমারকে সরাসরি লাল কার্ড দিয়েছিলেন চিলিয়ান রেফারি এনরিক। লাল কার্ডের শাস্তি এখনো ঘোষণা করেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। লাল কার্ডের জন্য দুই কিংবা তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন নেইমার। অবশ্য এটা নির্ভর করছে টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটি নেইমারের অপরাধকে কতটা গুরুতর হিসেবে দেখছে তার উপর। তবে লাল কার্ডের হিসেব বাদ দিলেও নেইমারকে সামনের ম্যাচে পাচ্ছেন না কোচ ডুঙ্গা। সেক্ষেত্রে ভেনেজুয়েলার বিপক্ষে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। দেখা যাক, নেইমারহীন ব্রাজিল কেমন করে কোপা আমেরিকায়। 'সি' গ্রুপে চার দলের পয়েন্ট ৩ করে। শেষ ম্যাচে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নেই।