ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে উইকেটের পেছনে দাঁড়িয়ে পাঁচ ক্যাচ নিয়ে রেকর্ডসবুকে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এর আগে বাংলাদেশের কোনো উইকেটরক্ষক এক ম্যাচে কখনো পাঁচ ক্যাচ নিতে পারেননি।
অথচ ভারতের ইনিংসের নবম ও দশম ওভারে ওপেনার শেখর ধাওয়ানের দুই-দুটি সহজ ক্যাচ মিস করেছিলেন। ম্যাচে বাংলাদেশ হারলে তার বড় দায়টা হয়তো মুশফিকের ওপরই পড়ত। কেননা যেখানে একটি ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, সেখানে ধাওয়ানের মতো ব্যাটসম্যানকে দু-দুবার জীবন উপহার দেওয়ার ঘটনা কেউ-ই সহজভাবে নিত না। কিন্তু দুটি মিসের পরই যেন মাঠে দেখা যায় অন্য মুশফিককে। উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনি আর কোনো মিস করেননি।
একে একে তিনি ফিরিয়ে দিয়েছেন ধাওয়ান, কোহলি, ধোনি, অশ্বিন ও মোহিত শর্মাকে। বিশেষ করে সাকিবের বলে ভারতীয় অধিনায়ক ধোনির ক্যাচটি তিনি অসাধারণ দক্ষতায় লুফে নিয়েছেন। তাসকিনের বলে ধাওয়ানের ক্যাচটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে লুফেছেন। এটি হয়তো মুশফিকের ক্যারিয়ারে সেরা ক্যাচগুলোর মধ্যে একটি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট হাতের আঙ্গুলে আঘাত পেয়েছিলেন মুশফিক। সে কারণেই ভারতের বিরুদ্ধে ম্যাচে তিনি কিপিং করেননি। তার পরিবর্তে উইকেটের পেছনে ছিলেন লিটন কুমার দাস। এ ম্যাচেও লিটন ছিলেন। কিন্তু মুশফিক নিজেই কিপিং করেন। প্রথম দুটি ক্যাচ মিস হলেও রেকর্ড পাঁচ-পাঁচটি ক্যাচ লুফে নিয়ে মুশফিক যেন বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি।