চিলিতে কোপা আমেরিকার চলমান আসরে সি গ্রুপে ব্রাজিল, কলম্বিয়া, পেরু এবং ভেনেজুয়েলার মতো দল থাকার পরও গ্রুপটা দুই ম্যাচ পরও উন্মুক্তই রয়ে গেল। গতকাল ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ উন্মুক্ত রাখল পেরু। বায়ার্ন তারকা ক্লাউডিও পিজারোর একমাত্র গোলে জয় পেয়েছে পেরু। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল ব্রাজিলের কাছে। পেরুর জয়ে সি গ্রুপের চারটি দলেরই সংগ্রহ দাঁড়াল ৩ পয়েন্ট করে। এমনকি গোল ব্যবধানও সমান (শূন্য)! তবে প্রতিপক্ষের জালে গোল বেশি দেওয়ায় এগিয়ে আছে ব্রাজিল ও পেরু (২টি করে)।
সি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে চারটি দলকেই তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে। শেষ ম্যাচে নেইমারহীন ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার। অন্য ম্যাচে পেরু মুখোমুখি হবে কলম্বিয়ার। যদি দুই ম্যাচই ড্রতে শেষ হয় তবে ব্রাজিল ও পেরু নকআউটে চলে যাবে গোলের হিসাবে।
এদিকে আজ কোপা আমেরিকায় গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। ভিনা দেল মারের সাসলিতো স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা। বি গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে। এ গ্রুপে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সংগ্রহ ৪ পয়েন্ট করে। উরুগুয়ে সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। আজ প্যারাগুয়ের সঙ্গে না জিতলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে পারে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে আজ ড্র করলেও অন্তত গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে খেলবে প্যারাগুয়ে। মেসিদের সামনে অবশ্য আজ সহজ শিকার। জ্যামাইকা এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে হেরেছে দুটোতেই।