কোপা আমেরিকার শিরোপার স্বপ্নে বিশাল এক ধাক্কা খেল ব্রাজিল। নিভে গেছে সবচেয়ে উজ্জ্বল তারাটি। টুর্নামেন্টে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখার কারণে নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। অর্থাৎ, কোপা আমেরিকায় ব্রাজিল ফাইনালে উঠলেও খেলা হচ্ছে না বার্সেলোনা তারকার।
চার ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে ব্রাজিল অধিনায়ককে।
অপরদিকে কলম্বিয়ার খেলোয়াড় কার্লোস বাক্কাকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৫ হাজার ডলার জরিমানা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/ এস আহমেদ