গ্রুপপর্বের চ্যাম্পিয়ন হিসেবেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আয়োজক চিলি। গ্রুপপর্বের (এ) শেষ ম্যাচে চার্লেস অ্যারানগুয়েজের জোড়া গোলে স্বাগতিকরা ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে বলিভিয়াকে।
সান্টিয়াগো ডি চিলি স্টেডিয়ামে দুর্দান্ত খেলেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। খেলার ৩ মিনিটে চিলিকে এগিয়ে দিয়েছেন অ্যারানগুয়েজ। আর ৩৭ মিনিটে ব্যবধান ২-০ তে উন্নীত করেছেন সানচেজ। এই অর্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও অসহায় দর্শকের ভূমিকায় দেখা গেছে বলিভিয়াকে। এই অর্ধে তাদের জালে ৩ বার বল পাঠিয়েছে চিলি। একটি করে গোল করেছেন অ্যারানগুয়েজ ও মেডেল। বাকি গোলটি আত্মঘাতী। বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে তা নিজেদের জালেই জড়িয়েছেন রালডেস।
এই জয়ে ৩ ম্যাচে ‘এ’ গ্রুপপর্ব থেকে ৭ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে চিলি। আর সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে বলিভিয়া।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/ এস আহমেদ