বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয় প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, "যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি।" একইসঙ্গে তিনি পরের দুই ম্যাচে ভারতের জয়ের ব্যাপারে আশাবাদ করে বলেন, "একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভালো খেলবে। সিরিজও জিতবে।" খবর আনন্দবাজার পত্রিকার।
বাংলাদেশের ক্রিকেট-ভাবনায় অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক। তিনি বলেন, "ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন ওরা ফিল্ডিং ছড়িয়ে দিত। ইদানীং ওরা ইনার সার্কলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরও আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।" পরের দুই ম্যাচে টস জিতে ধোনিকে ব্যাট করার পরামর্শ দিয়ে সৌরভ বলেন, "উপমহাদেশের উইকেট পরের দিকে স্লো হয়ে যায়, ব্যাট করে বেশি রান তোলা কঠিন হয়। তাই আগে ব্যাট করে বড় রান তুলে নেওয়াই ভালো।"
ধোনি ও মুস্তাফিজুরের ধাক্কাধাক্কি প্রসঙ্গে আনন্দবাজারকে সৌরভ জানান, "ধোনি মোটেই ইচ্ছে করে ধাক্কা মারেনি। টিভিতে ঘটনাটার রিপ্লে দেখে মনে হয়নি দু’জনের কেউই এটা ইচ্ছে করে ঘটিয়েছে। এমনিতেই ধোনি রান নিতে গিয়ে খুব জোরে ছোটে। বলটা ও মিড অফে মেরেছিল। চোখ সে দিকেই ছিল। বোলারও সে দিকেই যেতে চাইছিল। বড়সড় কোনও ধাক্কা এড়ানোর জন্য ওকে সরাতে গিয়েছিল। ওখানে ওকে ইচ্ছে করে আঘাত করতে যাবে কেন?"
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৫/ রশিদা