বৃহস্পতিবার ভারতকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সম্ভাবনা জোরালো করেছে টাইগাররা। ভারত বধের ওই ম্যাচে টিম ইন্ডিয়ার ৫ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ইতিহাসের রেকর্ড বইয়ে ঢুকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। অভিষেকে ৫ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সেরা দশে সাতক্ষীরার এই তরুণ। আইসিসির এলিট লিস্ট অনুযায়ী শীর্ষ আটে মুস্তাফিজের নামটি।
যদিও মুস্তাফিজুরের সামনে সুযোগ ছিল অভিষেকে ৬ উইকেট তুলে নেওয়ার। নিজের বলে মোহিত শর্মার ক্যাচটি লুফে নিতে পারেন নি তিনি। ফলে, অভিষেকে ৬ উইকেট পাওয়া একমাত্র বোলার হিসেবে নামটি এখনো ওয়েস্ট ইন্ডিজের ফিদেল অ্যাওয়ার্ডসের।
তবে তালিকায় মুস্তাফিজুরের চেয়ে এগিয়ে আছেন আরেক বাংলাদেশি। তিনি তাসকিন আহমদে। গত বছর এই ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে তাসকিন আহমেদ চমক জাগিয়েছিলেন। ৫ উইকেট নেওয়ার দিন তাসকিনের বয়স ছিল ১৯ বছর ৭৫ দিন। আর চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৯ বছর ২৮৫ দিন বয়সে ওয়ানডেতে অভিষেক ঘটে মুস্তাফিজের। ফলে, বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়া দ্বিতীয় কনিষ্ঠতম বোলার মুস্তাফিজ।
এদিন ৯.২ ওভার বল করে এক মেডেনসহ ৫০ রান খরচে ৫ উইকেট নেন মুস্তাফিজ। শুরুটা রোহিত শর্মাকে দিয়ে, এরপর একে একে তুলে নেন অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার উইকেট।
বিডি-প্রতিদিন/২০ জনু, ২০১৫/মাহবুব