১৮ জুন অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা মেরেছিলেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। এ ঘটনায় ৭৫ শতাংশ ম্যাচ ফি'র সঙ্গে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ধোনিকে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখেও ফিরে আসছে সেই প্রসঙ্গ। যেমনটা শোনা গেলো বাংলাদেশ দলের কোচ হাতুরাসিংহের কথায়।
ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ধোনিকে সূক্ষ্ম খোঁচা দিয়ে হাতুরাসিংহে বলেন, 'জমজমাট ম্যাচের সময় অনেক কিছুই ঘটে। তাই এই ব্যাপারে খেলোয়াড়দের আলাদা কোনো নির্দেশ আমার পক্ষ থেকে থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, খেলায় আমরা আক্রমনাত্মক হবো। কিন্তু সেটা ব্যাট-বলের লড়াইয়ে। এটা তো আর বক্সিংয়ের মারামারি নয়।'
আজ মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ কোচ। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/শরীফ