ভারতের বিরুদ্ধে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তে কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ মিশন শেষ হয় টাইগারদের। বিশ্বকাপের মতো বড় আসরে সাকিব-মাশরাফিদের এভাবে বিদায় মেনে নিতে পারেনি দেশবাসী। তাই আসছে জুনে দেশের মাটিতে ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়া ইচ্ছা পুষে রেখেছিল ক্রিকেট প্রেমিরা। অবশেষে এলো সেই মোক্ষম সময়। আরও একবার বাঘের গর্জন শুনল ক্রিকেট বিশ্ব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফিদের এই গর্জনেই কুপোকাত ভারত। বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে হারিয়ে দোর্দন্ড প্রতাপে শুরু করে মাশরাফি বিন মুর্তজার দল। সেই সঙ্গে সাকিব-মুশফিকরা আরেকবার প্রমাণ করল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন ভয়ংকর এক শক্তিশালী দলেরই নাম।
বাংলাদেশ যে এখন ভয়ংকর এক প্রতিপক্ষ, তা অকপটে স্বীকার করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোও। যদিও বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যগুলোর অনীহাটা নিয়মিতই চোখে পড়ে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু গত বৃহস্পতিবার মিরপুরে ধোনি-কোহলিদের নাকানি-চুবানি খাওয়ানোর পর যেন আমূল বদলে গেছে ভারতীয় মিডিয়া। যারাই এতদিন বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করতো তারাই এখন টাইগারদের ভাসাচ্ছে প্রশংসার বাণীতে। গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত ভারতীয় মিডিয়ায় টাইগারদের নিয়ে প্রশংসাসূচক সেই সব শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
প্রথম ওয়ানডেতে টাইগারদের জয়ের পর ভারতের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ শিরোনাম দিয়েছে ‘ছোট্ট বাংলাদেশই এখন ভয়ংকর।’ এছাড়াও বেশ কিছু প্রতিবেদন করেছে বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচের পর। যেখানে বাংলাদেশকে প্রশংসায় ভাসাচ্ছে তারা।
ভারতীয় আরেক ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমস শিরোনামে লিখেছে, ‘এগিয়ে গেল বাংলাদেশ।’
কলকাতার দৈনিক আজকাল শিরোনাম করেছে, ‘পদ্মাপারে উচ্ছ্বাসের সুনামি।’ দৈনিক এই সময় লিখেছে, ‘বাঙালি বাঘের থাবায় ক্ষতবিক্ষত ভারত।’
দৈনিক এবেলা মুস্তাফিজুরের প্রশংসা করে শিরোনাম দিয়েছে, ‘অভিষেকেই নায়ক।’ এনডিটিভি স্পোর্টস শিরোনাম করে, ‘ভারতকে রক্তাক্ত করলো
কলকাতার দৈনিক এই সময় টাইগারদের প্রশংসায় ভাসিয়ে শিরোনাম দিয়েছে, সাতক্ষীরার সাত রাজার ধন এখন নয়া তারা, এক ধাক্কায় সোনার বাংলায় খলনায়ক ধোনি, মধুর প্রতিশোধের আবহেও সংযত মাশরাফিরা।
বিশ্বকাপে ভারতের কাছে হারের প্রতিশোধ উল্লেখ করে কলকাতা২৪ডটকম শিরোনাম দিয়েছে, বাতাসে লাশের গন্ধ, মধুর প্রতিশোধ।
সাকিক-মাশরাফিদের বাঘের সঙ্গে তুলনা করে সাহার ইন্ডিয়া শিরোনাম দিয়েছে, ভারতের হারে বাঘের হুঙ্কার বাংলদেশ মিডিয়ার।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৫/মাহবুব