কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচে রাতে অপেক্ষাকৃত দুর্বল জ্যামাইকার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ভিনা দেল মারেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজকের ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার সুযোগ থাকবে টুর্নামেন্টের অন্যতম সফল দলটির। ড্র করলেও গ্রুপের সেরা দুই দলের মধ্যে থেকে শেষ আটে উঠবে আর্জেন্টিনা। এমনকি হেরে গেলেও সে সুযোগ থাকবে দলটির। তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে তৃতীয় রাউন্ডে প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে অন্য ম্যাচের ওপর।
বি' গ্রুপে আর্জেন্টিনা সমান চার পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে একটি জয় ও একটি হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উরুগুয়ে। তবে সমান ২ ম্যাচ খেলে দু'টিতেই হার জ্যামাইকার।তাই জয়ের পাল্লা আজ আর্জেন্টিনার দিকেই বেশি ভারি থাকবে। তাছাড়া ২০১০ সালে সর্বশেষ মুখোমুখিতে মেসিরা ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৫/মাহবুব