প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে ভারত। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়াডেতে মাশরাফিদের মুখোমুখি ধোনির দল। ভারতের ওপেনার রোহিত শর্মা জানিয়েছেন, এ ম্যাচে তারা জয়ের জন্য মরিয়া। তবে প্রথম ম্যাচের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে ভারতকে। রোহিত বলেন, 'এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পেরেছি প্রথম ম্যাচে কোথায় আমাদের ভুল ছিল। প্রথম ম্যাচে আমরা সেরাটাই দিয়েছিলাম। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারিনি, তাই এমনটা হয়েছে। তবে এ ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।' তিনি বলেন, 'ভারতীয় দল চাপে নেই। জানি, এ ম্যাচে জয় পেতে হলে নিজের স্বাভাবিক খেলাটা দেখাতে পারলেই হবে। আমাদের আরও আক্রমণাত্মক খেলতে হবে। ভুলে গেলে চলবে না যে, এই দলটাই কিন্তু বিশ্বকাপে খেলেছে। তাই আমি নেতিবাচক ফলের কোনো সম্ভাবনা দেখি না।' ওয়ানডে ক্রিকেটে তিন শতাধিক রান চেজ করে জয়ের রেকর্ড সবচেয়ে বেশি ভারতের। তারপরেও মহেন্দ্র সিং ধোনির দল প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০৮ রানের টার্গেটে পৌঁছাতে পারেনি। রোহিত বলেন, 'প্রথম ম্যাচে আমরা দুর্ঘটনাক্রমে পারিনি। মিডল অর্ডারে দ্রুত উইকেট পড়ে যায় আমাদের। বড় স্কোর তাড়া করতে হলে অবশ্যই উইকেট ধরে রাখতে হবে। সেটা করতে পারিনি প্রথম ম্যাচে।'