ক্রিকেট উৎসবে ভাসছে সারা দেশ। চারিদিকে শুধু টাইগারদের জয়-জয়কার। অথচ ফুটবলে হতাশা আর হতাশা। বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে হার। পরের ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হারাতে পারেনি তাজিকিস্তানকে। শুধু তাজিক নয়, বেশ কটি ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাত ছাড়া করেছে বাংলাদেশ। হতাশার বৃত্ত থেকে বের হওয়ার উপায় খুঁজছে বাফুফে। কোচ লোডডিক ক্রুইফ সভাপতি কাজী সালাউদ্দিনকে পরামর্শ দিয়েছেন দলে বিদেশি ফুটবলার ভেড়ানোর। কিন্তু এ জন্য আগে দিতে হবে নাগরিকত্ব। বাফুফে সেই পথেই হাঁটছে। কোচের পরামর্শে পেশাদার লিগে খেলা তিন বিদেশি ফুটবলার ইসমাইল বাঙ্গুরা, সামাদ ইউসুফ ও চিকোজী কিংসলেকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব হওয়ার আগ্রহ দেখানোর পর ক্রুইফ বাফুফের সভাপতিকে এ প্রস্তাব দেন। ফুটবল ফেডারেশনও আলাপ করলে তিন ফুটবলার বাংলাদেশের নাগরিকত্ব পেতে আগ্রহ দেখান। সালাউদ্দিন বিবিসিকে বলেছেন, বিদেশি ফুটবলার পাঁচ বছর কোনো দেশের লিগ খেললে নিয়ম অনুযায়ী তিনি সে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আপিল করতে পারেন। বাফুফে তাই আবেদন করবে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, আজ তারা নাগরিকত্বের ফরম সংগ্রহ করবেন। ২/৩ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ফরম জমা দেওয়া হবে। আবেদন করলেই কেউ নাগরিকত্ব পেয়ে যাবেন এমন নয়। এক্ষেত্রে আইনি দিকগুলো খতিয়ে দেখা হবে। ভালো ফুটবলার হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আচরণ বা অনেক কিছুই যাচাই-বাছাই করবে। সোহাগ স্বীকার করেছেন তাদের লক্ষ্য সেপ্টেম্বরে তিন বিদেশিকে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ খেলানো। কিন্তু তা অসম্ভবই বলা যায়। কেননা আবেদন করলেও নাগরিকত্ব পেতে কম করে হলেও ছয় মাস লাগবে। এদিকে আবার তিন বিদেশির নাগকিত্বের প্রক্রিয়া নিয়ে অনেকে ক্ষুব্ধ। কোচ মারুফ বলেছেন, এতে দেশের ফুটবলারদের স্পিরিট কমে যাবে। তাছাড়া বাঙ্গুরা, সামাদ ও কিংসলেকে খেলালে জাতীয় দল যে খুব শক্তিশালী হয়ে যাবে তাও নয়। কেননা বর্তমানে তাদের পারফরম্যান্স পড়তির দিকে। নাগরিকত্ব পাক এ নিয়ে আপত্তি না উঠলেও জাতীয় দলে তাদের খেলানোর প্রচেষ্টা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
বাছাই পর্বে বাঙ্গুরাদের নামাতে চায় বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর