বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে দক্ষিণ আফ্রিকার টি-২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস মিডিয়াকে বলেছিলেন, এবারের বাংলাদেশের সফরটা তাদের জন্য খুবই কঠিন হবে। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল এবং পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের পর প্রোটিয়ারা টাইগারদের শক্তিমত্ত্বা সম্পর্কে অবহিত হয়েছে। সে কারণেই কিনা বাংলাদেশে পৌঁছার পর প্রথম সংবাদ সম্মেলনে প্রোটিয়া দলপতির কথায় বার বার বাংলাদেশকে সমীহ করার বিষয়টি উঠেছে। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের পূর্বে একই কথা বললেন অলরাউন্ডার জেপি ডুমিনি। বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, 'বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। মোটেও আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। একটা কথা বলতে পারি যে, সিরিজটি খুব কঠিন হবে।'
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা। ডুমিনি বলেন, 'আগামীকালই (আজ) আমাদের জন্য সিরিজ শুরু হয়ে যাচ্ছে। এই প্রস্তুতি ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারবে।'
বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। তাই প্রস্তুতি ম্যাচেই নিজেদের সেরা দিয়ে শক্তিমত্ত্বা সম্পর্কে ধারণা নিতে চাচ্ছে প্রোটিয়ারা। ডুমিনি বলেন, 'প্রস্তুতি ম্যাচে সাধারণত কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা হয়। দলের বেশির ভাগ সদস্যই অনেক দিন থেকে ক্রিকেটের বাইরে ছিল। তবে প্রস্তুতি ম্যাচে আমরা কন্ডিশন বোঝার পাশাপাশি বলের গতির তারতম্য ও স্পিন খেয়াল করব। এতে আমাদের ম্যাচ-পরিকল্পনা সহজ হয়ে যাবে। দলের অনেকেই গত কয়েক বছর ধরে এখানে খেলেছে। তাদের উপমহাদেশের উইকেট সম্পর্কে ধারণা আছে।'
নিজের ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে প্রোটিয়া ব্যাটসম্যান বলেন, 'আমি যেখানে ব্যাটিং করি, সে জায়গায় রান করা খুব কঠিন। এটা আমি ভালোভাবেই জানি। এই পজিশনে ব্যাট করতে গেলে স্পিন ভালোভাবে খেলতে হয়। তবে আশা করছি, আমি এ জায়গায় ভালো করতে পারব।'
শুধু ব্যাটসম্যান নয়, নিজেকে পারফেক্ট অলরাউন্ডের ভূমিকায় দেখতে চান ডুমিনি, 'বোলিং ও ব্যাটিং উভয়ই ঠিকভাবে করতে চাই। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েক বছর ধরে আইপিএল খেলায় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয় কিংবা পাওয়ার প্লেতে কিভাবে খেলতে হয়। একজন স্পিনার হিসেবে যে কোনো পরিস্থিতিতে অধিনায়ককে ভরসা দেওয়াই আমার কাজ।'
এখন ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ঘটছে। সকালে রোদ আবার বিকালেই ঝমঝমে বৃষ্টি। তবে প্রোটিয়াদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে এখানের গরম। কিন্তু ডুমিনি জানালেন এতে খুব একটা সমস্যা হবে না। প্রোটিয়া তারকার দাবি, 'এখানকার গরমে আমরা অবাক নই। এপ্রিল বা মে মাসের মতো জুলাই মাসেও এ অঞ্চলে গরম থাকে। কয়েকটা দিন লাগবে মানিয়ে নিতে। অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি। যথেষ্ট পরিমাণ পানীয় পান করছি যাতে সমস্যা না হয়।'
বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে ডুমিনি বলেন, 'বাংলাদেশ আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। তাদের দলটা এখন যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তারা যতো জিতবে, আত্মবিশ্বাসটা ততো বাড়বে। বাংলাদেশ সম্প্রতি খুব ভালো খেলছে। আমরা তাদেরকে হারানোর চেষ্টা করব।'