বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হারটি এখন দুঃস্বপ্ন হয়ে আছে দক্ষিণ আফ্রিকার কাছে। সেই দুঃস্বপ্ন কাটাতেই বাংলাদেশ সফরে এসেছে প্রোটিয়ারা। প্রায় পাঁচ সপ্তাহের সফরে দুটি টি-২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সফর শুরু ৫ জুলাই টি-২০ ম্যাচ দিয়ে। তবে আজ নারায়নগঞ্জ ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিন আফ্রিকা ও বিসিবি একাদশ। খেলা শুরু দুপুর ১টায়। ম্যাচটির জন্য গত পরশু ১২ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে ক্রিকেট বোর্ডর্। বিসিবি একাদশকে নেতৃত্ব দিবেন টেস্ট ওপেনার ইমরুল কায়েশ। দুই ম্যাচ টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলের মাত্র দুজন ক্রিকেটার খেলছেন আজকের ম্যাচ। গত আগস্টের পর পুনরায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন সোহাগ গাজী। এই অফ স্পিনারকে অবশ্য রাখা হয়েছে জাতীয় দলের স্কোয়াডে। রয়েছেন রনি তালুকদারও।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান ও কামরুল ইসলাম রাব্বি।