পাকিস্তানের পর ভারত। টানা দুই সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেট গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আত্দবিশ্বাসী টাইগাররা প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নামার। ৫ জুলাই টি-২০ ম্যাচ দিয়ে শুরু সিরিজের। টুর্নামেন্টের স্পন্সর এনপলি ন্যাশনাল পলিমার। সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। টিকিট বিক্রয় হবে ম্যাচের দুদিন আগে। ম্যাচের দিন সরাসরি টিকিট কেনা যাবে। ৫, ৭ জুলাই দুটি টি-২০ এবং ১০, ১২ জুলাই দুই ওয়ানডে ঢাকায়। ৩০ জুলাই-৩ আগস্ট দ্বিতীয় টেস্টও ঢাকায়। এছাড়া ১৫ জুলাই তৃতীয় ওয়ানডে ও ২১-২৫ জুলাই প্রথম টেস্ট চট্টগ্রামে। ম্যাচগুলোর টিকিটের মূল্য ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ভারত সিরিজেও একই দাম ছিল টিকিটের। টি-২০ ও ওয়ানডের টিকিট এক মূল্য এবং টেস্টের টিকিটের মূল্য আরেকটি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিটের মূল্যও এক। বিসিবি হসপিটালিটি বক্সে টিকিট ৩০০০, গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০, ভিআইপি স্ট্যান্ড ১০০০, ক্লাব হাউস ৫০০, নর্থ/সাউথ স্ট্যান্ড ২৫০, ইস্টার্ন স্ট্যান্ড ১৫০ টাকা। টেস্টের টিকিট হসপিটালিটি বক্স ১০০০, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউস ২০০, নর্থ/সাউথ স্ট্যান্ড ৮০, ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা। খেলার টিকিট পাওয়া যাবে ইউসিবির প্রগতি সরণি, মিরপুর রোড, শান্তিনগর, উত্তরা ও মিরপুর ব্রাঞ্চে (ইউক্যাশ)। চট্টগ্রামে হালিশহর, দামপাড়া, মুরাদপুর ও আন্দরকিল্লা ব্রাঞ্চে।