আগের ম্যাচে স্মরণীয় জয় পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের শুরুতেই মামুনুল, ওয়েডসনের হ্যাটট্রিকসহ ফরাশগঞ্জকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষেও শেখ জামাল যে গতিময় খেলা শুরু করে তাতে মনে হচ্ছিল আবারও গোল উৎসবে মাতবে তারা। ৭ মিনিটে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় ওয়েডসনের গোলে এগিয়ে যায় শেখ জামাল।
এরপর তাদেরই প্রাধান্য ছিল। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিচ্ছিল।
আবাহনীর কাছে ২-৩ গোলে হারলেও সেদিন ম্যাচে শুরু থেকেই পাল্লা দিয়ে লড়েছিল। কিন্তু কাল শেখ জামালের সামনে বেশ অসহায় মনে হচ্ছিল।
এরপর আবার ২০ মিনিটে ওয়েডসন পুনরায় গোল করলে চ্যাম্পিয়নদের জয় নিয়ে সংশয় থাকার কথা কি? বরং দর্শকরা ভাবতে শুরু করেন শেষ পর্যন্ত ব্যবধান কোথায় গিয়ে দাঁড়াবে। না, অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছে অপেক্ষাকৃত দুর্বল দল রহমতগঞ্জ। ২০ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে থেকেও বিগ বাজেটের দল শেখ জামালকে রুখে দিয়েছে। ম্যাজিকই বলা যায়। প্রথমার্ধের শেষের দিকে হঠাৎই জ্বলে উঠে। ২ গোলে এগিয়ে যাওয়ার পর জামাল কিছুটা রিলাক্স থাকে। আর এ সুযোগটা কাজে লাগায় রহমতগঞ্জ। তারকা ভরা দলকে যেন কাঁপিয়ে দেয়।
৪১ মিনিটে চামারা রহমতগঞ্জের পক্ষে গোল করে ব্যবধান কমান। এরপরও মনে হচ্ছিল জামাল জ্বলে উঠে গোল করে জয় নিশ্চিত করবে। তা আর হয়নি। ইনজুরি টাইমে সোলায়মান জামালের গোলরক্ষককে পরাস্ত করলে দর্শকরা হতবাক হয়ে যায়। আর এ গোলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মামুনুলদের। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকলেও এ ড্রয়ে লিগের উত্তেজনা তুঙ্গে উঠল। মোহামেডান ১১ ম্যাচে ২৩, ব্রাদার্স ২১ ও শেখ রাসেল ১০ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ ব্রাদার্সকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে ভালোভাবে ফিরে আসবে শেখ রাসেল।
শিরোনাম
- ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- বার্সাকে কাঁদিয়ে ৩১ মে ফাইনালে ইন্টার
- ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের
- হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা
- ‘অপারেশন সিঁদুর’, অভিযান নিয়ে যা জানাল ভারত
- জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- ভারত-পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান
- ভারতের হামলা ‘লজ্জাজনক’: মন্তব্য ট্রাম্পের
- পাক-অধিকৃত কাশ্মীরসহ ৯ স্থানে ভারতের হামলা
- শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত
- ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়াকড়ি, নজরে পাকিস্তানসহ একাধিক দেশ
- বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: প্রথম যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত
- ৬ বছর বয়সী ‘বিশ্বের সবচেয়ে সুন্দর’ সেই মেয়ের বয়স এখন ২৪, তবে...
- দুই দিনের বৃষ্টিতে গুজরাটে ১৪ জনের মৃত্যু, আহত ১৬
- ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
- সকালে পরাজয়, বিকালে জয়ী জার্মানির চ্যান্সেলর মেৎস
- বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল বরের
- ফিফার অনুমোদন, বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই সামিতের
- কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা!
দুই গোলে এগিয়ে থেকেও শেখ জামালের ড্র
শেখ জামাল ২ : ২ রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর