গল্ফে নিজের পড়তি ফর্ম নিয়ে বেশ কাটাছেঁড়ার মধ্যে আছেন টাইগার উডস। এরইমধ্যে ফের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে জন্ম দিলেন নতুন বিতর্ক! তাও আবার বন্ধুর বউয়ের সঙ্গে!
বন্ধু-পত্নীর সঙ্গে উডসের অবৈধ সম্পর্ক নিয়ে শোরগোল পড়েছে সংবাদমাধ্যমে। এমনও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে গল্ফের বাঘের বিস্ময়কর জঘন্য পারফরম্যান্সের পিছনেও নাকি তার এই নতুন প্রেম! এই মুহূর্তে গল্ফে নাকি একেবারেই মন নেই তার।
উডসের সাম্প্রতিকতম এই প্রেমিকার নাম আমান্ডা বয়েড। সাতাশ বছরের সুন্দরী উডসের বন্ধু ও গল্ফার জেসন ডাফনারের সদ্য-প্রাক্তন স্ত্রী। শোনা যাচ্ছে, উডস-আমান্ডা সম্পর্কের জেরেই বিয়ে ভেঙেছে ডাফনারের। ট্যাবলয়েডের দাবি, উডসের সঙ্গে নিজের স্ত্রীর ঘনিষ্ঠতার কথা জানার পর নাকি পুরোপুরি ভেঙে পড়েন ডাফনার। গত মার্চে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপরই উডসের সঙ্গে আমান্ডার প্রেম জমে ওঠে।
অন্য দিকে, মার্কিন স্কি তারকা লিন্ডসে ভনের সঙ্গে উডসের সম্পর্কও ভেঙেছে কয়েক মাস হল। একটি মার্কিন ট্যাবলয়েড উডস ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ''টাইগার লিন্ডসেকে ডেট করার সময়েও আমান্ডার প্রতি আকৃষ্ট ছিল। শুরুতে ব্যাপারটা স্রেফ ফষ্টিনষ্টির পর্যায়ে ছিল। কিন্তু ক্রমশ দু'তরফেই আকর্ষণ বেড়ে সম্পর্ক গভীর হয়ে ওঠে। লিন্ডসে এক দিন উডসকে আমান্ডার সঙ্গে আপত্তিকর অবস্থায় আবিস্কার করে। তার পরেই উডসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেয় লিন্ডসে।''
উডসের ম্যানেজার মার্ক স্টেইনবার্গ অবশ্য এই খবর প্রবলভাবে অস্বীকার করেছেন। গোটা ব্যাপারটাকে 'পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত রটনা' বলেছেন তিনি। তাতে অবশ্য জল্পনায় জল ঢালা যায়নি। উল্টো আরও রটেছে যে, যুক্তরাষ্ট্র ওপেন শুরুর ঠিক আগে উডস নিজের খরচে আমান্ডাকে সিয়াটল উড়িয়ে এনেছিলেন। এবং আমান্ডায় ‘মগ্ন’ ছিলেন বলেই নাকি যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম দুই রাউন্ডে নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ স্কোর করে মেজর টুর্নামেন্টে কাট ফস্কান।
২০০৯-এ একের পর এক নারীর সঙ্গে যৌন সম্পর্কের খবর বেরিয়ে পড়ায় স্ত্রী এবং তার দুই সন্তানের জননী এলিন নরগ্রেনের সঙ্গে ২০১০-এ বিবাহবিচ্ছ্বেদ হয়ে যায় উডসের। সেই সময় নিজের আচরণে তিনি অনুতপ্ত বলে জানিয়েছিলেন উডস। কিন্তু লিন্ডসে ভনের সঙ্গেও তার সম্পর্ক ভেঙে গেল একইভাবে।
এ দিকে গল্ফের কোর্সেও ক্রমশ পিছাতে পিছাতে সর্বকালের অন্যতম সেরা উডস আপাতত র্যাঙ্কিংয়ে বিশ্বের ২০৫ নম্বর। সামনে গ্রিনব্রায়ার ক্ল্যাসিক গল্ফ। আমান্ডায় মজে লক্ষ্যভ্রষ্ট হওয়ার অভিযোগ কাটিয়ে উডস গল্ফে আবার পুরনো দাপটে ফিরতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/০৩ জুলাই ২০১৫/ এস আহমেদ