অস্ট্রেলিয়ান পেশাদার ফুটবল ক্লাব অ্যাডিলেড ক্রাওস’র কোচ ফিল ওয়ালশকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত তার ছেলেকে আটক করা হয়েছে। এছাড়া, ছুরিকাঘাতে আঘাতপ্রাপ্ত ওয়ালশের স্ত্রীকেও উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের বাড়ি থেকে ৫৫ বছর বয়সী ওই কোচের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে খুন হয়েছে ওয়ালশ। তাই এ ঘটনায় অভিযুক্ত ওয়ালশের ২৬ বছর বয়সী ছেলেকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সকালে পারিবারিক কলহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়ালশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এসময় জখম হওয়া ওয়ালশের স্ত্রী মেরেডিথকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, তার আঘাত গুরুতর নয়।