ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে টি-২০ প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা ২ উইকেট হারিয়ে ১২ ওভারেই জয়ের জন্য নির্ধারিত ১০০ রান তুলে নেয়। অবশ্য কুইন্টন জে কক ও এবি ডি ভিলিয়ার্স রিটায়ার্ড আউট [স্বেচ্ছায় মাঠ ত্যাগ] হন। কক করেন ৩৫ রান ও ভিলিয়ার্স ২৫ রান। জেপি ডুমিনি ১৭ (১৩ বলে) এবং ডেভিড মিলার ২০ রান (১৬ বলে) করে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানেই অলআউট হয়ে যায় বিসিবি একাদশ। ২ ওভার বাকি থাকতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। বিসিবি একাদশের হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র তিনজন। ইমরুল কায়েস, শুভাগত হোম আর সোহাগ গাজী দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন। এছাড়া চতুর্থ সর্বোচ্চ ১১ রান আসে অতিরিক্ত থেকে।প্রোটিয়াদের হয়ে নয়জন বোলার বল করেন। ডেভিড ওয়াইস নেন সর্বোচ্চ তিনটি উইকেট। দুটি করে উইকেট পান ফাঙ্গিসো এবং কাইল অ্যাবোট।
দ. আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা রনি তালুকদার ব্যর্থ হয়েছেন। এছাড়া টাইগারদের আরেক ওপেনার এনামুল হক বিজয়ের সুযোগ ছিল ভালো কিছু করার। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে বিসিবি একাদশের এ দুই ওপেনার (এনামুল হক বিজয় ও রনি তালুকদার) দ্রুতই সাজঘরে ফেরেন। কাইল অ্যাবোটের বলে বোল্ড হয়ে দুই ওপেনার আউট হন।
দুই ওপেনারকে হারিয়ে ইমরুল কায়েস আর সৈকত আলী দলকে টানছিলেন। ফাঙ্গিসোর বলে সৈকত আর ডেভিড ওয়াইসের বলে ডেভিড মিলারের তালুবন্দি হয়ে ফেরেন ইমরুল কায়েস। ২৪ বলে ৩টি চারে ২৯ রান করেন ইমরুল।
এর আগে অষ্টম ওভারে অ্যারণ ফাঙ্গিসোর বলে বোল্ড হয়ে ফেরেন সৈকত আলী। আউট হওয়ার আগে ২১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান করেন ৫ রান। বিসিবি’র দলপতির সঙ্গে ২৬ রানের জুটি গড়েন সৈকত।
দলীয় ৬৫ রানের মাথায় বিসিবি একাদশ তাদের ষষ্ঠ উইকেট হারায়। সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন এবং শুভাগত হোম। এডি লি’র বলে বোল্ড হওয়ার আগে মোসাদ্দেক কোনো রানই করতে পারেন নি। আর ডেভিড ওয়াইসের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়ার আগে শুভাগত করেন ১৮ রান (১৯ বলে দুটি চার)।
ষষ্ঠ উইকেট হারানোর পর সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আবুল হাসান আর মাহমুদুল হাসান ফিরলে দুই ওভার বাকী থাকতেই ৯৯ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ। সোহাগ গাজী ৮ বলে একটি চার আর একটি ছয়ে করেন ১৩ রান। ইনিংসের একমাত্র ছক্কাটি আসে গাজীর ব্যাট থেকেই।
সফরকারী দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে মাঠে নামেন এনামুল হক বিজয় এবং রনি তালুকদার।
বিসিবি একাদশের নেতৃত্ব দেন ইমরুল কায়েস। আর প্রোটিয়াদের হয়ে নেতৃত্ব দেন ফাফ ডু প্লেসিস।
বিডি-প্রতিদিন/৩ জুলাই ২০১৫/শরীফ