বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলা। বিশ্বকাপের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে লড়াই করে পাকিস্তানের বিরুদ্ধে। আত্মবিশ্বাসের উত্তুঙ্গে থাকা মাশরাফিরা হোয়াইটওয়াশের লজ্জায় সিক্ত করেন পাকিস্তানিদের। পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ময়দানি লড়াইয়ে নামে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে। অবিশ্বাস্য ক্রিকেট খেলে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো জিতে নেয় সিরিজ। ভারত ও পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের প্রতিপক্ষ এখন দক্ষিণ আফ্রিকা। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে প্রোটিয়ারা এখন ঢাকায়। ৫ জুলাই প্রোটিয়াদের আনুষ্ঠানিক যাত্রা শুরু টি-২০ ম্যাচ দিয়ে। তার আগে কাল নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলেছেন ফাফ ডু প্লেসিস, এ বি ডি ভিলিয়ার্সরা। টি-২০ প্রস্তুতি ম্যাচে সফরকারীরা গুঁড়িয়ে দিয়েছে বিসিবি একাদশকে। ৪৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে সতর্কবার্তাই যেন পাঠিয়ে দিল মাশরাফিদের।
খেলা দেখতে কোনো টিকিট না থাকায় অনেক দর্শক স্টেডিয়ামে ঢুকতে তাড়াহুড়া করে। পুলিশ তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষ হয়।
ডিসেম্বরে জিম্বাবুয়ে দিয়ে শুরু। এরপর ভারত সিরিজ পর্যন্ত ঘরের মাঠে ১১ ওয়ানডেতে জয় টানা ১০টি। এমনই পরিসংখ্যান এখন বাংলাদেশ ক্রিকেট দলের। এমন পারফরম্যান্স যে দলের, তাদের সমীহ করেই মাঠে নামবে প্রতিপক্ষ, এমনটাই স্বাভাবিক। তাই ঢাকায় পা রেখেই প্রোটিয়া টি-২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছিলেন, বাংলাদেশকে হালকা করে দেখার কিছু নেই। বিশ্ব ক্রিকেটে এখন তারা শক্তিশালী দল। ভুল বলেছেন কি প্রোটিয়াস অধিনায়ক?
অবশ্য ওয়ানডেতে যতটা শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ, ঠিক উল্টো টেস্ট ও টি-২০ ক্রিকেটে। যদিও ইদানীং ভালো খেলছে দুই ফরম্যাটের ক্রিকেটে। এপ্রিলে পাকিস্তানকে সর্বশেষ টি-২০ ম্যাচে হারিয়েছে। এ বছর এখন পর্যন্ত একটি টি-২০ ম্যাচই খেলেছে টাইগাররা। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তার আগে প্রস্তুতিমূলকভাবে দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজ খেলার আগে কাল খেলল একটি প্রস্তুতি ম্যাচ। তাতে বিসিবি একাদশের ব্যানারে খেলবে দ্বিতীয় জাতীয় দল। টি-২০ স্কোয়াডের দুজন রনি তালুকদার ও সোহাগ গাজী খেলেছেন কাল। দ্বিতীয় সারির দল খেললেও প্রতিপক্ষ প্রোটিয়াদের গতির কাছে ছিল অসহায়। কাইলি অ্যাবট, কিগসো রাবাদাদের গতি ও ডেবিড ওয়েইসদের ঘূর্ণিতে ১২ বল আগে ১৮ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ। ১২ জন ক্রিকেটার খেললেও ব্যাটিং করেছেন মাত্র ১১ জন। তাতে বিসিবির পক্ষে মাত্র তিন ক্রিকেটার দুই অঙ্কের রান করেন। অধিনায়ক ইমরুল কায়েশ সর্বোচ্চ ২৯, শুভাগত হোম ১৮ ও সোহাগ গাজী করেন ১৩। ১০০ রানের টাগের্টে খেলতে নেমে দুই সফরকারী ওপেনার কুইন ডি কক্স ও ডি ভিলিয়ার্স ঝড়ো গতিতে ব্যাটিং করে দলের জয় সহজ করে দেন। ডি ভিলিয়ার্স ১৯ বলে চার চারে ২৫ রান করে স্বেচ্ছা অবসরে যান। আরেক ওপেনার ডি কক্সও স্বেচ্ছা অবসরে যান ২৪ বলে ৩৫ রান করে। দুই ওপেনার সাজঘরে ফেরার পর জেপি ডুমিনি ও ডেবিড মিলার ১২ ওভারে খেলা শেষ করে ফেরেন সাজঘরে।
প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু হলো দক্ষিণ আফ্রিকার। আগামীকাল দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলবে মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। একই মাঠে ৭ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচ।
প্রস্তুতি ম্যাচে ডি ভিলিয়ার্সদের জয়
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ : ৯৯/১০, ১৮ ওভার (রনি তালুকদার ১, এনামুল হক বিজয় ৩, ইমরুল কায়েশ ২৯, সৈকত আলী ৩, শুভাগত হোম ১৮, মোসাদ্দেক হোসেন ০, মাহামুদুল হাসান ৫, সোহাগ গাজী ১৩, আবুল হাসান ৫, আবদুর রাজ্জাক ৮, কামরুল ১, অতিরিক্ত ১১। কাইলি অ্যাবট ২/৩, কাগিসো রাবাদা ১/৯, ডুমিনি ১/১৬, অ্যারন ফাঙ্গিসো ২/১৯, ডেবিড ওয়েইস ৩/১৩, এডি লি ১/১১)।
দক্ষিণ আফ্রিকা : ১০১/২, ১২ ওভার (কুইন ডি কক ৩৫, এবি ডি ভিলিয়ার্স ২৫, জেপি ডুমিনি ১৭*, ডেভিড মিলার ১৯*। আল-আমিন ০/১২, আবুল হাসান ০/১২, আবদুর রাজ্জাক ০/৩০, কামরুল ইসলাম ০/১০, সোহাগ গাজী ০/১৮, শুভাগত হোম ০/১৮)।
শিরোনাম
- ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- বার্সাকে কাঁদিয়ে ৩১ মে ফাইনালে ইন্টার
- ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের
- হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা
- ‘অপারেশন সিঁদুর’, অভিযান নিয়ে যা জানাল ভারত
- জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- ভারত-পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান
- ভারতের হামলা ‘লজ্জাজনক’: মন্তব্য ট্রাম্পের
- পাক-অধিকৃত কাশ্মীরসহ ৯ স্থানে ভারতের হামলা
- শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত
- ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়াকড়ি, নজরে পাকিস্তানসহ একাধিক দেশ
- বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: প্রথম যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত
- ৬ বছর বয়সী ‘বিশ্বের সবচেয়ে সুন্দর’ সেই মেয়ের বয়স এখন ২৪, তবে...
- দুই দিনের বৃষ্টিতে গুজরাটে ১৪ জনের মৃত্যু, আহত ১৬
- ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
- সকালে পরাজয়, বিকালে জয়ী জার্মানির চ্যান্সেলর মেৎস
- বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল বরের
- ফিফার অনুমোদন, বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই সামিতের
- কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা!
দ. আফ্রিকার সতর্কবার্তা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর