দক্ষিণ আফ্রিকাকে সরাসরি ফেবারিট বলেননি বাংলাদেশের কোচ। ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে পাকিস্তান ও ভারতের মতো প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জেতা সম্ভব। গতকাল বাংলাদেশ দলের শক্তি-সামর্থ্য, কৌশল ও প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে-
২০১৬ বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ পরিকল্পনা করছেন?
টি-২০ বিশ্বকাপ নিয়ে অনেক পরিকল্পনা মাথায় আছে। এখন আমরা আলোচনা করছি দলের কম্বিনেশন ও গেম প্ল্যান নিয়ে, কীভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো করা। আমাদের দৃষ্টি শুধু এই সিরিজের দিকে।
সবশেষ দুই সিরিজ জয়ের পর কি আপনি উচ্ছ্বসিত?
বাংলাদেশের এটা খুবই ভালো সময়। যে কোনো জয়ের পর ভালো লাগবে এটাই স্বাভাবিক। তবে আমরা আরও ভালো খেলতে চাই এবং জিততে চাই।
তরুণরা অতি আত্মবিশ্বাসে ভুগছে কিনা?
আমি ক্যাম্পে সবাইকে দেখেছি। কোনো সমস্যা নেই। তবে সাফল্যের আনন্দ তো করতেই হবে। আর এমন সাফল্যের পর তারা আনন্দ করতেই পারে। এতে খারাপ কিছু দেখি না। বরং তরুণদের আÍবিশ্বাসের গ্রাফটা আরও ওপরে ওঠে যাবে।
মুশফিকুর রহিম ও লিটন দাসের মধ্যে কে কিপিং করবেন?
কিপিং করার ব্যাপারে মুশফিক যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি চাইলে কিপিং করতেও পারবেন। তবে তার আঙ্গুল কিপিং করার জন্য প্রস্তুত হলেই তিনি কিপিং করতে পারবেন। সে সুযোগ মুশফিকের আছে। গত কয়েকদিনের অনুশীলনে তিনি কিপিং প্র্যাকটিস করেছেন। তারপরও আমরা স্কোয়াডে লিটন দাসকে রেখেছি।
এ ব্যাপারে সিদ্ধান্ত কে নেবে?
এটা নির্ভর করছে মুশফিকের আঙ্গুল কত দ্রুত ভালো হবে তার ওপর। এটা অবশ্য ফিজিও ভালো বলতে পারবেন। তবে খুব দ্রুতই তা সেরে যাবে।
প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে মূল্যায়ন করুন?
দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। দীর্ঘদিন ধরে তারা তিন ফরম্যাটেই দারুণ ক্রিকেট খেলছে। গত কয়েক বছর থেকেই তারা একটি ভারসাম্যপূর্ণ দল। আমি আগে কখনো বলিনি যে তারা ফেবারিট। তবে এটা সত্য দক্ষিণ আফ্রিকা খুবই শক্তিশালী দল।
দক্ষিণ আফ্রিকার পেসার সম্পর্কে...
আমরা তো চাইলেই তাদের বোলিংয়ের গতি নিয়ন্ত্রণ করতে পারি না! আমরা অন্য সিরিজে যেভাবে প্রস্তুতি নিয়েছি, এবার একইভাবে নিচ্ছি। বিশ্বকাপে দ্রুত গতির উইকেটে দ্রুতগতির বোলারদের বিরুদ্ধে ভালো করা আমাদের চ্যালেঞ্জ ছিল। কিন্তু প্রস্তুতি আমরা আগের মতোই নিচ্ছি।
এই সিরিজে বাংলাদেশ স্পিন না পেসের ওপর বেশি নির্ভর করবে?
স্পিন ও পেস নিয়েই এক ভারসাম্যপূর্ণ দল করা হয়েছে। তা ছাড়া সাধারণত এমনিতেই বাংলাদেশ দলে অনেক স্পিনার থাকে। এটা আলাদা কোনো কিছু নয়। আমাদের হাতে অনেক পেসার নেই, কিন্তু যারা দলে আছে তাদের মধ্যে বৈচিত্র্য আছে। কেউ কেউ দীর্ঘদেহী, কারও বলে সুইং বেশি, কারও বোলিংয়ে আবার আলাদা বৈচিত্র্য আছে। এখানেই আমাদের সুবিধা। তবে দক্ষিণ আফ্রিকা দলে ভালো মানের দ্রুতগতির বোলার আছে। তাদের ব্যাটিং সাইটও অনেক ভালো, তারা স্পিনও ভালো খেলে। ভারসাম্যপূর্ণ দল বলতে যা বোঝায়। অনেক খুঁজেও তাদের দুর্বলতা বের করা যায় না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়!
যদি আমি ইতিহাস বিশ্বাস করতাম তাহলে আজ এখানে থাকতাম না। আমি ইতিহাস বিশ্বাস করি না। জানি, এটা চ্যালেঞ্জ। কিন্তু যেভাবেই হোক আমাদের ভালো কিছু করতে হবে। আমরা আগের ইতিহাসের অংশ হতে চাই না। আমরা বর্তমানকে বিশ্বাস করি। কী করতে পারি সেটাও তো দেখানো হয়েছে। কাগজে-কলমে কোন খেলোয়াড় কেমন তা নিয়ে বলতে পারি না। কিন্তু আমি শুধু ক্রিকেটারদের বলেছি, বর্তমানে আমরা কী করছি, আর কী করতে পারি। নিজের সামর্থ্য সম্পর্কে বুঝিয়ে দিয়েছি।
শিরোনাম
- পুতিনের সঙ্গে কেন চুক্তি হয়নি, জানালেন ট্রাম্প
- আলাস্কায় পুতিনের মাথার ওপর উড়ল বি-২ বোমারু বিমান (ভিডিও)
- ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ
- উত্তর সাইপ্রাস সফরের জেরে তুরস্কে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূতের পদত্যাগ
- বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
প্রোটিয়াদের ফেবারিট বললেন হাতুরাসিংহে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর