শিরোপা জিততে জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে দল গড়ে শেখ রাসেল। কিন্তু মান্যবর বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বে তেমন কিছুই করতে পারেনি দলটি। উল্টো পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে। তবে সুযোগ থাকায় দ্বিতীয় পর্বে গুছিয়ে খেলতে নামে দলটি। পরিবর্তনও আনে একাধিক। বিদেশি কোচ সরিয়ে দায়িত্ব তুলে দেয় ‘সাফল্যের কাণ্ডারি’ মারুফের হাতে। উড়িয়ে আনা হয় দুই বিদেশি ফুটবলারকে। এসব পরিবর্তন নিয়েই কাল শেখ রাসেল খেলতে নামে দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ। দুর্দান্ত ও গতিশীল ফুটবল খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং শক্তিশালী ব্রাদার্র্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়ে উঠে আসে পয়েন্ট টেবিলের চার নম্বরে। সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে আছে মোহামেডান ও আবাহনী। তবে আবাহনীর চেয়ে একটি করে কম ম্যাচ খেলেছে শেখ রাসেল ও মোহামেডান। দিনের অন্য খেলায় আবাহনী ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফেনী সকারকে এবং মুক্তিযোদ্ধা ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।
প্রথম পর্বেও গোপীবাগের দলটিকে হারিয়েছিল শেখ রাসেল। পরিসংখ্যানের বিবেচনায় এগিয়ে থাকা আত্মবিশ্বাসী রাসেল শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। তবে কম যাচ্ছিল না ব্রাদার্সও। তাদের হাইতিয়ান স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসন বারবার চেষ্টা করেছেন শেখ রাসেলের রক্ষণব্যুহ ভেঙে গোল করতে। কিন্তু হিমালয়সম দৃঢ়তার রক্ষণভাগ ভাঙতে না পারায় গোল পায়নি গোপীবাগের দলটি। উল্টো ২৭ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। ব্রাদার্সের রক্ষণব্যুহ ভেঙে ঢুকে পড়েন শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার পল এমিলি। ঢুকেই বল ঠেলে দেন আগুয়ান হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে। জাতীয় দলের মিডফিল্ডার হেমন্ত ফাঁকায় বল ধরে কালক্ষেপণ না করে প্রতিপক্ষের জালে বল ঠেলে দলকে উৎসবে মাতান (১-০)। ওই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাদার্স। এর মধ্যে ৫৬ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন শেখ রাসেলের ক্যামেরুনের মিডফিল্ডার জঁ জুলস ইকাঙ্গা। হেমন্তের বাঁকানো কর্নারে ড্রপ হেডে গোলসংখ্যা দ্বিগুণ করেন ইকাঙ্গা (২-০)। দ্বিতীয় পর্বে খেলতে এসেছেন এই ক্যামেরুনিয়ান। পিছিয়ে পড়ার পর ৭৩ মিনিটে গোল ব্যবধান কমায় ব্রাদার্স। ব্যবধান কমান নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্টার অ্যাকন (১-২)। ৮৯ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ইকাঙ্গা। অধিনায়ক মিথুনের বাঁকানো কর্নারে হেড করে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন ইকাঙ্গা (৩-১)। এই জয়ে শেখ রাসেলের পয়েন্ট ১১ ম্যাচে ২৩ এবং ব্রাদার্সের ১২ ম্যাচে ২১।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ছন্দময় ফুটবল খেলে তিন গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আবাহনী। ৫৮ মিনিটে কোমলের বাড়ানো বলে ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নেন সানডে চিজোবা (১-০)। ৬৭ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন চিজোবা (২-০)। ৬৯ মিনিটে শাহেদ জুনিয়র দলের তিন নম্বর গোলটি করেন (৩-০)।
শিরোনাম
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
জয়ে দ্বিতীয় পর্ব শুরু শেখ রাসেলের
শেখ রাসেল ৩ : ১ ব্রাদ্রার্স আবাহনী ৩ : ০ ফেনী সকার মুক্তিযোদ্ধা ১ : ১ চট্ট.আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর